টাঙ্গাইলে পুলিশের কঠোর সর্তক বার্তা
স্কুলে-কলেজের পাশে বখাটে ছেলে পেলেই গ্রেপ্তার
টাঙ্গাইল প্রতিনিধি:
প্রকাশ: শুক্রবার, ১০ জুন, ২০২২, ৭:০৩ পিএম

স্কুলে-কলেজের পাশে বখাটে ছেলে পেলেই গ্রেপ্তার

স্কুলে-কলেজের পাশে বখাটে ছেলে পেলেই গ্রেপ্তার

টাঙ্গাইলে উঠতি বয়সী তরুণ-যুবক বখাটেদের উৎপাত বেড়েই চলেছে। ছোট-খাট চুরি, ডাকাতি, ছিনতাই করাসহ তারা জড়িয়ে পড়ছে নানা ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডে। বিশেষ করে স্কুল-কলেজ, মাদ্রাসার সামনে ও রাস্তা-ঘাটে তরুণ বখাটের উৎপাতে এসব কিশোর গ্যাং সক্রিয় হয়ে উঠেছে।

তারা দলবদ্ধ হয়ে স্কুল, কলেজ ও মাদ্রাসা পড়ুয়া ছাত্রীদের যাওয়া-আসার পথে ইভটিজিং, প্রেমের প্রস্তাব এবং কু-প্রস্তাব দিয়ে থাকে। আর এসবে রাজি না হলে অপহরণ করার কাণ্ডে জড়িয়ে পড়েছে তারা।

সম্প্রতি উপজেলার নিকরাইল ইউনিয়নের সিরাজকান্দি দাখিল মাদ্রাসা ছাত্রীরা আসা-যাওয়ার পথে স্বপন ও সাগরসহ বেশ কয়েকজন বখাটের নির্যাতনের শিকার হয়।

শুধু তাই নয়, ছাত্রীদের কমনরুমেও বখাটেরা উঁকিঝুঁকি দেয়। এনিয়ে মাদ্রাসার এক শিক্ষক প্রতিবাদ করলে উল্টো সেই শিক্ষকের উপর হামলা চালিয়ে লোহার রড ও ক্রিকেট খেলার স্ট্যাম্প পিটিয়ে আহত করেন বখাটেরা।

এরআগে গত ৫মে উপজেলার গাবসারা ইউনিয়নের বানিয়াবাড়ি এলাকায় প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় সপ্তম শ্রেণিতে পড়ুয়া এক স্কুলছাত্রীকে রাস্তা থেকে তুলে নিয়ে যায় নাজমুল প্রধানের ছেলে মো. ফারুক শেখ (১৯)।

পরে তাকে সিরাজগঞ্জের এক আত্মীয় বাড়িতে রেখে দফায় দফায় ধর্ষণ করে।

এ ঘটনায় ৭ মে ভুক্তভোগী স্কুলছাত্রীর বাবা বাদী হয়ে ভূঞাপুর থানায় ধর্ষণ ও অপহরণের মামলা দায়ের করলে অভিযুক্ত ফারুকসহ তার সহযোগী বিশাল হোসেনকে (২০) গ্রেপ্তার করে ভূঞাপুর থানার উপ-পরিদর্শক (এস.আই) ফাহিম ফয়সাল। পরে ৮ মে তাদের টাঙ্গাইল আদালতে প্রেরণ করা হয়। বখাটেদের এমন চিত্র নজরে আসে ভূঞাপুর থানা পুলিশের।

এসব অপরাধমূলক কর্মকান্ডরোধে ও গণসচেতনতার লক্ষ্যে ব্যতিক্রমী এক উদ্যোগ নিয়েছেন টাঙ্গাইলের ভূঞাপুর থানা পুলিশ। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে সাঁটিয়ে দিয়েছেন সতর্কতামূলক পোস্টার।

বৃহস্পতিবার বিকাল ও শুক্রবার সকালে উপজেলার গোবিন্দাসী উচ্চ বিদ্যালয়ের দুই পাশের গেটে গিয়ে এমনই একটি সর্তকমূলক বার্তার লিফলেট দেখা গেছে।

পুলিশের পক্ষ থেকে সাঁটানো কঠোর সর্তক বার্তায় লেখা রয়েছে- স্কুল-কলেজ ও মাদ্রাসায় সময়ে বা ছুটি হওয়ার সময়ে যেকোন স্কুলের পাশে ও দোকানে আড্ডা দেওয়া এবং অহেতুক ঘোরাফেরা সম্পূর্ণ নিষেধ। ছাত্র-ছাত্রীদের নিরাপত্তার জন্য আজ থেকে যদি কোনো স্কুল-কলেজ বা মাদরাসার সামনে বখাটে ছেলে পাওয়া যায় তাহলে তাদের গ্রেপ্তার করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এ বিষয়ে শিক্ষার্থীরা জানায়, রাস্তা-ঘাটে বা স্কুলে আসা-যাওয়ার পথে বখাটে অনেক ছেলেরা উক্ত্যক্ত ও ইভটিজিংমূলক আচরণ করে থাকে। তাদের এমন অপরাধমূলক কান্ডে প্রতিবাদ করতে গেলেও অপহরণ বা ধর্ষণের শিকার হতে হয়। তাই অনেক কিছু সহ্য করে মেনে নিয়ে স্কুলে আসা-যাওয়া হয়।

তারা আরও জানান, কিন্তু বেশ কয়েকদিন ধরে স্কুলের গেটে পুলিশের সর্তকমূলক লিফলেট সাঁটানোর বিষয়টি সময়োপযোগী উদ্যোগ গ্রহণ করেছে পুলিশ। এতে করে বখাটের উৎপাত কমে আসবে।

অভিভাবকরা জানায়, পুলিশের এমন উদ্যোগকে আমরা সাধুবাদ জানাই। প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠান নিয়ে পুলিশ তৎপর হলে বখাটেরা আর মেয়েদের ইভটিজিং করার সাহস পাবে না। ভূঞাপুর থানার ওসিকে ধন্যবাদ জানান তারা।

এ ব্যাপারে ভূঞাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ফরিদুল ইসলাম বলেন, বখাটেদের অপরামূলক কর্মকান্ডরোধে এমন উদ্যোগ গ্রহণ করা হয়েছে। প্রথমে গোবিন্দাসী উচ্চ বিদ্যালয়ে সাঁটানো হয়েছে। বিট পুলিশিং মাধ্যমে স্কুলে স্কুলে গণসচেতনতার লক্ষ্যে পথসভা করা হবে।

তিনি আরও জানান, সর্তকমূলক বার্তা লিফলেট উপজেলার প্রতিটি স্কুলে দ্রুত সময়ের মধ্যে সাঁটানো ও পোস্টারিংয়ের উদ্যোগ নেওয়া হবে। এছাড়া কেউ অভিযোগ করলে বখাটেদের বিরুদ্ধে আইগত ব্যবস্থা নেওয়া হবে। এজন্য সবার সহযোগিতা কামনা করছি।



ডেল্টা টাইমস্/হাসান সিকদার/সিআর/এমই


« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
  এই ক্যাটেগরির আরো সংবাদ  
সম্পাদক ও প্রকাশক: মো. জাহাঙ্গীর আলম, নির্বাহী সম্পাদক: মো. আমিনুর রহমান
প্রকাশক কর্তৃক ৩৭/২ জামান টাওয়ার (লেভেল ১৪), পুরানা পল্টন, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত
এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরাপুল, মতিঝিল থেকে মুদ্রিত।

ফোন: ০২-২২৬৬৩৯০১৮, ০২-৪৭১২০৮৬০, ০২-৪৭১২০৮৬২, ই-মেইল : deltatimes24@gmail.com, deltatimes24@yahoo.com
সম্পাদক ও প্রকাশক: মো. জাহাঙ্গীর আলম, নির্বাহী সম্পাদক: মো. আমিনুর রহমান
প্রকাশক কর্তৃক ৩৭/২ জামান টাওয়ার (লেভেল ১৪), পুরানা পল্টন, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত
এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরাপুল, মতিঝিল থেকে মুদ্রিত।
ফোন: ০২-২২৬৬৩৯০১৮, ০২-৪৭১২০৮৬০, ০২-৪৭১২০৮৬২, ই-মেইল : deltatimes24@gmail.com, deltatimes24@yahoo.com