সোমবার ১৩ মে ২০২৪ ২৯ বৈশাখ ১৪৩১

‘ও পাষানী’ নিয়ে এলেন নাসির
ডেল্টা টাইমস ডেস্ক:
প্রকাশ: রোববার, ২৮ এপ্রিল, ২০২৪, ৭:৫২ পিএম আপডেট: ২৮.০৪.২০২৪ ৮:১০ পিএম | অনলাইন সংস্করণ

‘ও পাষানী’ নিয়ে এলেন নাসির

‘ও পাষানী’ নিয়ে এলেন নাসির

নব্বই দশকের জনপ্রিয় ব্যান্ড ‘নিউ ইভস’র ভোকাল জামাল উদ্দিন নাসের। তবে এই নামে খুব কম লোকেই চেনে তাকে। ‘বন্যেরা বনে রয়’, ‘ভাঙচুর প্রেম’, ‘নদী’  ইত্যাদি তুমুল জনপ্রিয় গানের শিল্পী ‘নাসির’নামেই জনপ্রিয় তিনি। গানকে ভালোবেসেছিলেন সেই স্কুল জীবন থেকেই। তাই গানকেই প্রাণে ধারণ করে আছেন। ক্যাসেট-সিডিতে গানের দিন ফুরানোর পর নতুন গানে তেমন নিয়মিত না হলেও দেশ-বিদেশে শো আর টিভিতে নানা অনুষ্ঠানে দেখা মেলে তার।

‘ও পাষানী’ শিরোনামে শিল্পী নাসিরের নতুন গান সম্প্রতি প্রকাশিত হয়েছে। গানের কথা লিখেছেন, কামরুজ্জামান কাজল। সুর ও সংগীত পরিচালনা করেছেন শিল্পী নিজেই। মিক্স-মাস্টারিংয়ে ছিলেন, অপূর্ব। মডেল: শফিকুল হাসান রতন ও নুসরাত জাহান শামীমা। গানটি নিয়ে গায়ক নাসির বলেন, গান আমার প্রাণ। জীবনে যা কিছু অর্জন করেছি সবই গান করে। ‘ও পাষানী’ অসাধারণ একটি সৃষ্টি। নিশ্চিতভাবে ভিন্নমাত্রার গায়কী দিতে পেরেছি বলে মনে হয়েছে। বাকিটা শ্রোতাদের ওপর।

প্রসঙ্গত, নড়াইল জেলাতে জন্ম হলেও বাবার চাকরির সুবাদে সেই ছোটবেলাতেই খুলনা শহরে বেড়ে ওঠা নাসিরের। স্কুলজীবন থেকেই গানের সঙ্গে যুক্ত। কলেজ জীবনে প্রবেশের পর বিভিন্ন অনুষ্ঠানে গাইতে গাইতে খুলনা শহরে পরিচিতি পান। ঠিক সেই সময়ই খুলনার জনপ্রিয় ব্যান্ড ‘ইভস’ তাদের ব্যান্ডের জন্য একজন কণ্ঠশিল্পী খুঁজছিলো। নাসির সেখানে অডিশন দিয়ে হয়ে গেলেন ‘ইভস’র নাসির। আসাদুজ্জামান তাজ, সঞ্জয় বাড়ই এর কাছে গিটার শিখলেন নিজেকে পোক্ত করার জন্য। এরপরের গল্পটা কেবলই এগিয়ে চলার।

১৯৯০/৯১ সালে বের হয় ‘ইভস’র প্রথম অ্যালবাম ‘ভাঙচুর প্রেম’। অ্যালবামের ‘বন্যেরা বনে রয়’, ‘ভাঙচুর প্রেম’, ‘যেতে চাই আমি ওই নিরালায়’, ‘কান পেতে শোন’ ইত্যাদি গানগুলো শ্রোতারা দারুণভাবে লুফে নেয়। এরপর ব্যান্ড নিয়ে নাসির সারা দেশে দাপিয়ে বেড়ান কনসার্টে। ওই দলের দ্বিতীয় অ্যালবাম ‘তন্বী তরুণী’ বের হবার পর নিজেই ‘নিউ ইভস’ নামে নতুন ব্যান্ড করেন। এই ব্যান্ডের ব্যানারেই ‘এইতো সময়’, ‘বিভ্রান্তি’, ‘প্রতীক্ষা’, ‘প্রেমেই মুক্তি’ নামের ৪টি অ্যালবাম বের করেন। এইসব অ্যালবামের ফাঁকে ফাঁকে নিজের একক অ্যালবামেও জনপ্রিয়তা লাভ করেন নাসির। এখন পর্যন্ত ২৮টি একক অ্যালবাম, ৫০টিরও বেশি মিক্সড অ্যালবামে গান করেছেন নাসির। গেয়েছেন কিছু চলচ্চিত্রেও।

ডেল্টা টাইমস/সিআর

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
  এই ক্যাটেগরির আরো সংবাদ  
সম্পাদক ও প্রকাশক: মো. জাহাঙ্গীর আলম, নির্বাহী সম্পাদক: মো. আমিনুর রহমান
প্রকাশক কর্তৃক ৩৭/২ জামান টাওয়ার (লেভেল ১৪), পুরানা পল্টন, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত
এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরাপুল, মতিঝিল থেকে মুদ্রিত।

ফোন: ০২-৪৭১২০৮৬১, ০২-৪৭১২০৮৬২, ই-মেইল : deltatimes24@gmail.com, deltatimes24@yahoo.com
সম্পাদক ও প্রকাশক: মো. জাহাঙ্গীর আলম, নির্বাহী সম্পাদক: মো. আমিনুর রহমান
প্রকাশক কর্তৃক ৩৭/২ জামান টাওয়ার (লেভেল ১৪), পুরানা পল্টন, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত
এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরাপুল, মতিঝিল থেকে মুদ্রিত।
ফোন: ০২-৪৭১২০৮৬১, ০২-৪৭১২০৮৬২, ই-মেইল : deltatimes24@gmail.com, deltatimes24@yahoo.com