শনিবার ২৭ এপ্রিল ২০২৪ ১৪ বৈশাখ ১৪৩১

ব্লেন্ডেড শিক্ষা পদ্ধতি দ্রুত বাস্তবায়নের আহ্বান ইউজিসি চেয়ারম্যানের
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ২৪ মার্চ, ২০২৪, ৮:১৩ পিএম | অনলাইন সংস্করণ

.

.

দেশে ব্লেন্ডেড শিক্ষা পদ্ধতি বাস্তবায়নে একটি সমন্বিত নীতিমালা থাকা প্রয়োজন বলে জানিয়েছেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মুহাম্মদ আলমগীর। তিনি নীতিমালাটি দ্রুত বাস্তবায়নেরও আহ্বান জানান।

রোববার (২৪ মার্চ) ইউজিসিতে ‘ব্লেন্ডেড শিক্ষা পদ্ধতি বাস্তবায়ন এবং বাজারভিত্তিক দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থান নিশ্চিতকরণে’ শিক্ষা মন্ত্রণালয়ের গঠিত উচ্চশিক্ষা উপকমিটির প্রথম সভায় তিনি এ কথা বলেন। 

সভায় ইউজিসি সদস্য অধ্যাপক ড. মো. সাজ্জাদ হোসেন, অধ্যাপক ড. বিশ্বজিৎ চন্দ, ব্লেন্ডেড শিক্ষা পদ্ধতি বাস্তবায়নে গঠিত উচ্চশিক্ষা উপকমিটির সদস্যসচিব অধ্যাপক ড. হাসিনা খান, বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলের সদস্য অধ্যাপক ড. এস এম কবীরসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্যরা উপস্থিত ছিলেন
ড. আলমগীর বলেন, ‘ব্লেন্ডেড শিক্ষা পদ্ধতির চাহিদা নিরূপণ ও বাস্তবায়নে কার্যকর বাজেট প্রণয়ন করা খুবই গুরুত্বপূর্ণ। ইউজিসি প্রণীত ব্লেন্ডেড শিক্ষা নীতিমালাটি যাচাই-বাছাইয়ের লক্ষ্যে সংশ্লিষ্ট বিশেষজ্ঞদের নিয়ে বিভিন্ন উপকমিটি গঠন করবে।’

অধ্যাপক বিশ্বজিৎ বলেন, ‘করোনা মহামারির সময়ে শিক্ষাপ্রতিষ্ঠানে সরাসরি শিক্ষা কার্যক্রম বন্ধ হয়ে যায়। এ সময় বিডিরেনের সহায়তায় অনলাইন প্ল্যাটফরমে শিক্ষা কার্যক্রম চালু রাখা হয়। এর ফলে শিক্ষক-শিক্ষার্থীরা ব্যাপকভাবে উপকৃত হয়।
ভবিষ্যতে এ ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবেলা করার জন্য সরকার ব্লেন্ডেড শিক্ষা নীতিমালা তৈরির উদ্যোগ গ্রহণ করেছে।’

অধ্যাপক সাজ্জাদ হোসন ব্লেন্ডেড শিক্ষা পদ্ধতিতে কৃত্রিম বুদ্ধিমত্তা, সাইবার সিকিউরটি, কর্মদক্ষতা উন্নয়ন, শিল্প ও বাণিজ্য প্রতিষ্ঠানের সঙ্গে সহযোগিতা বৃদ্ধি, উদ্যোক্তা উন্নয়ন, উদ্ভাবন, গবেষণার বাণিজ্যিকীকরণ, পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ এবং ফাইভজি বিষয়গুলো অন্তর্ভুক্ত করার পরামর্শ দেন। এ সময় অধ্যাপক হাসিনা খান সভায় কমিটির কার্যপরিধি ও অগ্রগতি তুলে ধরেন।



ডেল্টা টাইমস/সিআর

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
  এই ক্যাটেগরির আরো সংবাদ  
সম্পাদক ও প্রকাশক: মো. জাহাঙ্গীর আলম, নির্বাহী সম্পাদক: মো. আমিনুর রহমান
প্রকাশক কর্তৃক ৩৭/২ জামান টাওয়ার (লেভেল ১৪), পুরানা পল্টন, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত
এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরাপুল, মতিঝিল থেকে মুদ্রিত।

ফোন: ০২-৪৭১২০৮৬১, ০২-৪৭১২০৮৬২, ই-মেইল : deltatimes24@gmail.com, deltatimes24@yahoo.com
সম্পাদক ও প্রকাশক: মো. জাহাঙ্গীর আলম, নির্বাহী সম্পাদক: মো. আমিনুর রহমান
প্রকাশক কর্তৃক ৩৭/২ জামান টাওয়ার (লেভেল ১৪), পুরানা পল্টন, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত
এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরাপুল, মতিঝিল থেকে মুদ্রিত।
ফোন: ০২-৪৭১২০৮৬১, ০২-৪৭১২০৮৬২, ই-মেইল : deltatimes24@gmail.com, deltatimes24@yahoo.com