দেখে নিন ডেঙ্গু মশা দেখতে কেমন
নিজস্ব প্রতিবেদক, ডেল্টাটাইমস্, আপডেট : ৫ সেপ্টেম্বর ২০১৮


ডেঙ্গু এখন একটি আতংকের নাম। বাংলাদেশে প্রতি বৎসর অনেক মানুষ ডেঙ্গুতে আক্রান্ত হয় । ডেঙ্গু জ্বর একটি ভাইরাস জনিত রোগ । এডিস প্রজাতির মশা কামড়ালে ডেঙ্গু জ্বর হয়।
ডেঙ্গু জ্বর যা ব্রেকবোন ফিভার নামেও পরিচিত, একটি সংক্রামক ট্রপিক্যাল ডিজিজ যা ডেঙ্গু ভাইরাস-এর কারণে হয়। স্বল্প ক্ষেত্রে অসুখটি প্রাণঘাতী ডেঙ্গু হেমোর্যাজিক ফিভার-এ পর্যবসিত হয় ,যার ফলে রক্তপাত, রক্ত অনুচক্রিকার কম মাত্রা এবং রক্ত প্লাজমার নিঃসরণ অথবা ডেঙ্গু শক সিন্ড্রোম-এ পর্যবসিত হয়, যেখানে রক্তচাপ বিপজ্জনকভাবে কম থাকে। ডেঙ্গু মশা অন্য সাধারণ মশা থেকে দেখতে অনেক বেশি আলাদা ও ভিন্ন। তাই ডেঙ্গু মশা চিনে রাখুন এবং সতর্ক থাকুন।
ডেঙ্গু মশা দেখতে কেমন?
এই মশার সারা শরীরে সাদা সাদা ডোরা কাটা দাগ ও পা গুলো লম্বা।
এডিস মশা কখন কামড়ায় ?
দিনের বেলা বিশেষ করে সকাল বেলার প্রথম দিকে এবং বিকেল বেলার শেষ দিকে।
ডেঙ্গু জ্বর কখন হয় ?
সাধারণত জুন ও সেপ্টেম্বর মাসে ডেঙ্গুর প্রভাব দেখা যায় ।
এডিস মশার বাসস্থান
ঘরেই এডিস মশা বাস করে। কৃএিম পাত্র যেমন ফুল এর টব , গাড়ির টায়ার,বাড়ির ছাদে জমে থাকা পানিতে। এছাড়া গাছের কেটার বাঁশের গিটের গর্ত পাতার বেটা ও ডাবের খোসার মাঝে জমে থাকা পানিতে।
কাদের বেশি হয়?
যাদের বয়স ১৫ এর নীচে তাদের আক্রান্ত হওয়ার সম্ভাবনা সব থাকে বেশি।
ডেঙ্গু জ্বরের ধরন: ডেঙ্গু ২ ধরনের
১। সাধারণ ডেঙ্গু
২। জটিল ডেঙ্গু