উন্মোচিত হলো বাংলাদেশের টি-টোয়েন্টি বিশ্বকাপ জার্সি
ডেল্টা টাইমস্ ডেস্ক:
|
![]() উন্মোচিত হলো বাংলাদেশের টি-টোয়েন্টি বিশ্বকাপ জার্সি বিসিবির অফিসিয়াল ফেসবুক পেজে জার্সির একটি ভিডিও প্রকাশ করা হয়েছে। বিশ্বকাপের এ জার্সিতে বাংলাদেশের ঐতিহ্য তুলে ধরার চেষ্টা করা হয়েছে। জার্সি প্রকাশের সেই ভিডিওতে লেখা রয়েছে, গর্ব সমুন্নত রাখতে আমরা উদ্যম ধরে রাখব। আমরা নিয়েছি জামদানি, রয়েল বেঙ্গল টাইগার ও সুন্দরবন। ভিডিওতে বাংলাদেশের টি-টোয়েন্টি অধিনায়ক সাকিব আল হাসানের জার্সি নম্বর অর্থাৎ ৭৫ দেখানো হয়েছে। বাংলাদেশ এবারের বিশ্বকাপে সরাসরি মূল পর্বে খেলবে। মোট পাঁচটি ম্যাচ খেলার সুযোগ পাবে টাইগাররা। ২৪ অক্টোবর নিজেদের প্রথম ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ। ডেল্টা টাইমস্/সিআর/এমই |
« পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |