হকি বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করা সম্ভব: সোহান
ডেল্টা টাইমস্ ডেস্ক:
|
![]() হকি বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করা সম্ভব: সোহান শুক্রবার (৩০ সেপ্টেম্বর) হকি লিগের লোগো উন্মোচন অনুষ্ঠানে এসে গণমাধ্যমকে অদ্ভুত এক ইচ্ছার কথা জানিয়েছেন সোহান। বাংলাদেশ জাতীয় দলের উইকেটরক্ষক ব্যাটার যদি ক্রিকেট না খেলে হকি খেলতেন তবে নাকি গোলরক্ষক হতেন। ত্রিদেশীয় সিরিজ খেলার উদ্দেশে আজ রাত ১১ঃ ৫৫ মিনিটে হযরত শাহাজালাল আন্তর্জাতিক বিমান বন্দর ত্যাগ করবে বাংলাদেশ দল। সে কারণেই হকির লোগো উন্মোচন অনুষ্ঠানে এসে খুব একটা সময় দিতে পারেননি সোহান। অল্প সময়ের মধ্যেই ত্যাগ করেন অনুষ্ঠান। তবে যাওয়ার আগে জানিয়ে গিয়েছেন, হকি স্টিক হাতে নিলেই অন্যরকম রোমাঞ্চ কাজ করে তার। এ বিষয়ে সোহান বলেন, 'আমি কখনও হকি খেলিনি। যদি খেলতাম অবশ্যই গোলরক্ষক হতাম। কারণ ক্রিকেটেও আমি উইকেটরক্ষক। হকি স্টিক হাতে নিলে অন্যরকম এক রোমাঞ্চ কাজ করে।' বর্তমান সময়ে হকির বিশ্ব র্যাঙ্কিংয়ে ২৭ নম্বর পজিশনে রয়েছে বাংলাদেশ। তাই আর একটু চেষ্টা করলেই হকির বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করা সম্ভব বলে মনে করেন সোহান। দেশে শুরু হতে যাওয়া হকির ফ্র্যাঞ্চাইজি লিগের সুফল ভবিষ্যতে পাওয়া যাবে বলেও আশাবাদ জানিয়েছেন এই ব্যাটার। সোহানের মতে, 'হকিতে আমরা বিশ্বে ২৭ নম্বরে আছি। আরেকটু চেষ্টা করলে বিশ্বকাপও খেলা সম্ভব। ক্রিকেটের পর হকিতে ফ্র্যাঞ্চাইজি লিগও শুরু হলো। এর সুফল পাওয়া যাবে আশা করি। ডেল্টা টাইমস্/সিআর/এমকে
|
« পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |