কুড়িগ্রামে ২ হাজার ইয়াবাসহ মাদককারবারি আটক
কুড়িগ্রাম প্রতিনিধি:
|
![]() ছবি: ডেল্টা টাইমস্ জানা গেছে, বুধবার (২৮ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে রৌমারী থানার অফিসার ইনচার্জ রুপ কুমার সরকারের নেতৃত্বে উপজেলার পূর্ব নটানপাড়া গ্রামে অভিযান পরিচালনা করে পুলিশ। এ সময় মাদককারবারি শাহ আলমের ঘরের ভিতর থাকা ট্রাংকে তল্লিশি চালিয়ে ২ হাজার ১০ পিস ইয়াবাসহ তাকে আটক করা হয়। রৌমারী থানার ওসি রুপ কুমার সরকার জানান, আটক মাদককারবারির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। কুড়িগ্রাম পুলিশ সুপার আল আসাদ মাহফুজুল ইসলাম জানান, জেলাজুড়ে অভিযান চলমান রয়েছে। মাদক নির্মুলসহ যেকোন অপরাধ নিয়ন্ত্রণে কাজ করছে জেলা পুলিশ। ডেল্টা টাইমস্/সিআর/মো. জাহিদ/একে |
« পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |