যৌন হয়রানির বিষয়ে মুখ খুললেন রতন রাজপুত
ডেল্টা টাইমস্ ডেস্ক:
|
![]() যৌন হয়রানির বিষয়ে মুখ খুললেন রতন রাজপুত ১৪ বছর আগের সেই অভিজ্ঞতার কথা এখনো ভুলতে পারেননি অভিনেত্রী রতন রাজপুত। ‘আগলে জনম মোহে বিটিয়া হে কি জো’ ধারাবাহিকে জনপ্রিয় মুখ তিনি। নিয়মিত ব্লগ লেখেন, ভ্লগও বানান। সামাজিক যোগাযোগ মাধ্যমে তাঁর অনুসরণকারীর সংখ্যাও কম নয়। ‘সন্তোষী মা’ চরিত্রে অভিনয় করা এই অভিনেত্রী সেই প্রযোজকের নাম প্রকাশ না করেই বলেন, ‘‘আমার সঙ্গে ‘বন্ধুত্ব’ করতে চাইছিলেন তিনি। আমি তখন বললাম, আমি তো আপনার মেয়ের বয়সী! কি করে বন্ধুত্ব হবে? তিনি তখন বললেন, ‘শোনো, আমার মেয়েও যদি আমার সিনেমা দিয়ে অভিনয়ে পা রাখতে চাইত, আমি ওর সঙ্গেও শুতাম। ” এরপর সেই প্রযোজকের হাত থেকে কোনোরকমে পালিয়ে বাঁচেন রতন। এত বছর পর নিজের সেই তিক্ত অভিজ্ঞতার কথা শেয়ার করেন সকলের সঙ্গে। ২০০৬ সালে ‘রাবণ’ দিয়ে টেলিভিশনে অভিনয় শুরু করেন রতন। তারপর একের পর এক প্রস্তাব পান তিনি। স্টার প্লাসের জনপ্রিয় টিভি নাটক মহাভারতেও ছিলেন তিনি। বিগ বস-৭ এর প্রতিযোগীও হয়েছিলেন। তবে বাবা চলে যাওয়ার পর বহু দিন মানসিক অবসাদে ভোগেন। ২০২০ সালে লকডাউন আবহে তিনি ইউটিউব চ্যানেল শুরু করেন।
ডেল্টা টাইমস্/সিআর/এমকে |
« পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |