প্রেমের টানে তামিলনাড়ুর যুবক প্রেমকান্ত তালতলীতে
বরগুনা প্রতিনিধি :
|
প্রেমের টানে হাজারও মাইল পাড়ি দিয়ে বাংলাদেশের উপকূলীয় জেলা বরগুনার তালতলীতে এসেছেন ভারতের তামিলনাড়ুর নাগরিক প্রেমকান্ত। শুক্রবার (৫ আগস্ট) দুপুরে তিনি তালতলীতে এসেছেন। এর আগে তিনি গত ২৪ জুলাই দুপুরে বরিশালে আসেন। প্রেমিক প্রেমকান্ত জানান, বরিশালে আসার পর ওই শহরের বসে দেখাও মেলে তার প্রেমিকার সঙ্গে। আর এরপরই প্রেমকান্তের প্রেম নতুন এক দিকে মোড় নেয়। নেটওয়ার্কিং ইঞ্জিনিয়ারিং পাস করা প্রেমকান্ত আরও জানান, করোনার কারনে এতদিন তিনি বাংলাদেশে আসতে পারেননি। করোনার পরিস্থিতি স্বাভাবিক হলে প্রেমকান্ত গত ২৪ জুলাই বাংলাদেশে আসেন। বরিশালের একটি রেস্টুরেন্টে দু’জনের দেখাও হয়। দেখা হওয়ার একদিন পর প্রেমকান্ত জানতে পারেন তার অজান্তেই তালতলী উপজেলা ছাত্রলীগের এক নেতার সাথে প্রেমের সম্পর্ক করে তার প্রেমিকা। আর এরপরই হঠাৎ প্রেমিকা ও তার পরিবার বন্ধ করে দেয় সকল প্রকার যোগাযোগ। এমনকি প্রেমিকার নতুন প্রেমিকের হাতে মারধরও খেতে হয় তাকে। এতকিছুর পরেও প্রেমিক প্রেমকান্তের বিশ্বাস, দেখা হলে হয়তো আবারও তার জীবনে ফিরে আসবেন তার ওই প্রেমিকা। তাই গতকাল বৃহস্পতিবার রাতে বরিশাল থেকে সড়কপথে তালতলী যাওয়ার উদ্দেশ্যে বরগুনায় আসেন। আজ শুক্রবার দুপুরে প্রেমিকার পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলতে তালতলীর একটি রেষ্টহাউজে অবস্থান করছেন তামিলনাড়ুর ওই যুবক প্রেমকান্ত। তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী সাকোয়াত হোসেন তপু মুঠোফোন বলেন, শুনেছি তামিলনাড়ুর এক যুবক তার প্রেমিকার খোঁজে তালতলীতে অবস্থান করছেন। ডেল্টা টাইমস্/মো.মিজানুর রহমান নাদিম/সিআর/এমই |
« পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |