‘উসকানিমূলক’ তাইওয়ান সফর পেলোসির ওপর নিষেধাজ্ঞা দিল চীন
ডেল্টা টাইমস্ ডেস্ক:
|
![]() ‘উসকানিমূলক’ তাইওয়ান সফর পেলোসির ওপর নিষেধাজ্ঞা দিল চীন চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র এক বিবৃতিতে বলেন, 'চীনের গভীর উদ্বেগ ও দৃঢ় বিরোধিতা সত্ত্বেও পেলোসি তাইওয়ান সফরের মাধ্যমে চীনের অভ্যন্তরীণ বিষয়ে গুরুতরভাবে হস্তক্ষেপ করে চীনের সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতাকে গুরুতরভাবে ক্ষুণ্ন করেছেন। পাশাপাশি এক-চীন নীতিকে পদদলিত করে তাইওয়ান প্রণালির শান্তি ও স্থিতিশীলতা ও শান্তিকে হুমকিতে ফেলেছেন।' এসব কারণে পেলোসি ও তার পরিবারের সদস্যদের ওপর নিষেধাজ্ঞা জারি করবে বলে জানায় বেইজিং। তবে কারা কারা এই নিষেধাজ্ঞার আওতায় পড়বেন এবং থেকে নিষেধাজ্ঞা কার্যকর করা হবে, সে বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি। গত সপ্তাহে পেলোসির তাইওয়ান সফরের আগে থেকেই যুক্তরাষ্ট্রকে হুমকি দিয়ে আসছিল চীন। কিন্তু এসব হুমকির মধ্যেই তাইওয়ান সফর করেন পেলোসি। তার সফরের প্রতিক্রিয়ায় তাইওয়ানকে ঘিরে সামরিক মহড়া চালাচ্ছে চীন। গত কয়েক বছরে বেশ কয়েকজন মার্কিন কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে চীন। এছাড়া পেলোসির সফরের প্রতিক্রিয়ায় তাইওয়ানের বিভিন্ন পণ্য আমদানি নিষিদ্ধ করেছে চীন। তাইওয়ানে বালু রপ্তানিও বন্ধ করে দিয়েছে বেইজিং। --- সূত্র: রয়টার্স ডেল্টা টাইমস্/সিআর/এমই |
« পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |