শুক্রবার ৯ জুন ২০২৩ ২৬ জ্যৈষ্ঠ ১৪৩০

এমপিও সংক্রান্ত আপিল শুনানীর ফল ১৫ দিনের মধ্যে
নিজস্ব প্রতিবেদক :
প্রকাশ: শুক্রবার, ৫ আগস্ট, ২০২২, ২:৫০ পিএম | অনলাইন সংস্করণ

এমপিও সংক্রান্ত আপিল শুনানীর ফল ১৫ দিনের মধ্যে

এমপিও সংক্রান্ত আপিল শুনানীর ফল ১৫ দিনের মধ্যে

আগামী ১৫ দিনেন মধ্যে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের (স্কুল ও কলেজ) জনবলকাঠামো ও এমপিও সংক্রান্ত আপিল শুনানীর ফলাফল  প্রকাশ করা হবে। গত ০২ থেকে ০৪ আগস্ট ২০২২ তারিখ পর্যন্ত ৩ (তিন) দিনব্যাপী শুনানী অনুষ্ঠিত হয়।

শুনানীতে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব মোঃ আবু বকর ছিদ্দীক  উপস্থিত ছিলেন। তিনি আপিল শুনানী সুষ্ঠুভাবে সম্পাদনের জন্য  সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান।

উল্লেখ্য বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের (স্কুল ও কলেজ) জনবলকাঠামো ও এমপিও নীতিমালা-২০২১ এর আলোকে সারা দেশের  বিভিন্ন স্তরের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের (স্কুল ও কলেজ) এমপিওভুক্তির জন্য গত ৩০.৯.২০২১ তারিখে গণবিজ্ঞপ্তি জারি করা হয়।

এতে অনলাইনে ১০.১০.২০২১ থেকে ৩১.১০.২০২১ তারিখ পর্যন্ত আবেদন গ্রহণের সময়সীমা নির্ধারণ করে দেওয়া হয়। অনলাইনে ৪,৭২৯ টি আবেদন পাওয়া যায়।

যাচাই বাছাই শেষে এমপিও প্রাপ্তির জন্য যোগ্য শিক্ষা প্রতিষ্ঠান নিম্ন মাধ্যমিক বিদ্যালয় ৬৬৬টি, মাধ্যমিক বিদ্যালয় ১,১২২টি, উচ্চ মাধ্যমিক বিদ্যালয় ১৩৬টি, উচ্চ মাধ্যমিক কলেজ ১০৯টি এবং ডিগ্রি কলেজ ১৮টি সর্বমোট ২০৫১টি শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্তির জন্য গত ০৬.০৭.২০২২ তারিখে আদেশ জারি করা হয়।

অবশিষ্ট ২,৬৭৮ টি শিক্ষা প্রতিষ্ঠান  এমপিওভুক্তির জন্য যোগ্য বিবেচিত হয়নি।

যেসকল শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্ত হওয়ার যোগ্য বিবেচিত হয়নি; সেসকল শিক্ষা প্রতিষ্ঠানের নিকট থেকে নীতিমালার ১৬.৪ ধারা অনুযায়ী আপিল আবেদনের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।

আপিল আবেদন গ্রহণের সময়সীমা নির্ধারিত ছিল ২১ জুলাই ২০২২ তারিখ পর্যন্ত।

প্রকাশিত বিজ্ঞপ্তির পরিপ্রেক্ষিতে সারা দেশ থেকে সর্বমোট ১,৭২৫ টি শিক্ষা প্রতিষ্ঠানের আপিল আবেদন পাওয়া যায়।

আপিল শুনানীতে ১,৭২৫ টি শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে ১৫৫৪টি শিক্ষা প্রতিষ্ঠান অংশ গ্রহণ করে এবং ১৭১টি শিক্ষা প্রতিষ্ঠান আপিল শুনানীতে অনুপস্থিত থাকে।



ডেল্টা টাইমস্/সিআর/এমই

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
  এই ক্যাটেগরির আরো সংবাদ  
সম্পাদক ও প্রকাশক: মো. জাহাঙ্গীর আলম, নির্বাহী সম্পাদক: মো. আমিনুর রহমান
প্রকাশক কর্তৃক ৩৭/২ জামান টাওয়ার (লেভেল ১৪), পুরানা পল্টন, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত
এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরাপুল, মতিঝিল থেকে মুদ্রিত।

ফোন: ০২-৪৭১২০৮৬১, ০২-৪৭১২০৮৬২, ই-মেইল : deltatimes24@gmail.com, deltatimes24@yahoo.com
সম্পাদক ও প্রকাশক: মো. জাহাঙ্গীর আলম, নির্বাহী সম্পাদক: মো. আমিনুর রহমান
প্রকাশক কর্তৃক ৩৭/২ জামান টাওয়ার (লেভেল ১৪), পুরানা পল্টন, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত
এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরাপুল, মতিঝিল থেকে মুদ্রিত।
ফোন: ০২-৪৭১২০৮৬১, ০২-৪৭১২০৮৬২, ই-মেইল : deltatimes24@gmail.com, deltatimes24@yahoo.com