টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠালো জিম্বাবুয়ে
ডেল্টা টাইমস্ ডেস্ক:
|
![]() টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠালো জিম্বাবুয়ে জিম্বাবুয়ের বিপক্ষে ২০১৩ সালের পর কোনো ওয়ানডে ম্যাচে হারেনি বাংলাদেশ দল। এ সময়ের মধ্যে খেলা পাঁচ সিরিজের সবকয়টিতে জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করেছে টাইগাররা, জিতেছে টানা ১৯টি ম্যাচ। তাই স্বাভাবিকভাবেই ফেবারিটের তকমা থাকছে বাংলাদেশের গায়ে। তবে টি-টোয়েন্টি সিরিজে হারায় ওয়ানডেতে সতর্ক-সাবধানী থাকার বার্তা দিয়েছেন অধিনায়ক তামিম। বাংলাদেশের সম্ভাব্য একাদশ: তামিম ইকবাল, লিটন দাস, এনামুল হক বিজয়, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ হোসেন, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম ও মুস্তাফিজুর রহমান। ডেল্টা টাইমস্/সিআর/একে |
« পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |