রাজধানীতে পরকীয়া সন্দেহে স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যা
ডেল্টা টাইমস্ ডেস্ক:
|
![]() রাজধানীতে পরকীয়া সন্দেহে স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যা বৃহস্পতিবার (৪ আগস্ট) রাতে রাজধানীর মিরপুর ৭ নম্বরের একটি বাসায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় স্বামীকে আবদুল হান্নানকে আটক করা হয়েছে। পুলিশ সূত্রে জানা যায়, গত কয়েক বছর ধরে তাদের মধ্যে মনোমালিন্য চলছিল। বৃহস্পতিবার রাতেও উভয়ের মধ্যে ঝগড়া হয়। এক পর্যায়ে আবদুল হান্নান স্ত্রী সাথী আক্তারকে ছুরিকাঘাত করে পালাতে চেষ্টা করেন। কিন্তু এ সময় জনতার হাতে ধরা পড়েন তিনি। অন্যদিকে, গুরুতর আহত অবস্থায় মিরপুরের ইসলামী ব্যাংক হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক সাথীকে মৃত ঘোষণা করেন। পরে খবর পেয়ে পুলিশ হান্নানকে আটক করে। পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পারভেজ ইসলাম জানান, আটকের পর নিহতের স্বামী আমাদের জানিয়েছেন পরকীয়া সন্দেহে সে ছুরিকাঘাতে সাথী আক্তারকে হত্যা করেছে। বাগেরহাট থেকে তার স্বামী আজকেই ঢাকায় এসে এ ঘটনা ঘটান। তিনি বলেন, আবদুল হান্নানকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন। এছাড়া নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেলে পাঠানো হয়েছে। ডেল্টা টাইমস্/সিআর/একে |
« পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |