শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ১৫ চৈত্র ১৪৩০

আগে অধিনায়ক পরে এশিয়া কাপের দল ঘোষণা
ডেল্টা টাইমস্ ডেস্ক:
প্রকাশ: বৃহস্পতিবার, ৪ আগস্ট, ২০২২, ৮:২০ পিএম | অনলাইন সংস্করণ

আগে অধিনায়ক পরে এশিয়া কাপের দল ঘোষণা

আগে অধিনায়ক পরে এশিয়া কাপের দল ঘোষণা

এশিয়া কাপের দল চূড়ান্ত করে রেখেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে অধিনায়ক নির্বাচন না করায় দল ঘোষণা করতে পারছে না বিসিবি। বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন বৃহস্পতিবার (৪ আগস্ট) বোর্ড সভা শেষে জানিয়েছেন, অধিনায়ক নির্বাচন করার পরই এশিয়া কাপের দল ঘোষণা করা হবে।

বোর্ডের আজকের সভায় অধিনায়ক নিয়ে তেমন আলোচনা হয়নি। তবে তিন ক্রিকেটারকে সংক্ষিপ্ত তালিকায় রেখেছেন নীতি নির্ধারকরা। দুই দিনের ভেতরে তাদের সঙ্গে আলোচনা করে অধিনায়কের নাম ঘোষণা করবে। নাজমুল হাসান বলেছেন, ‘এশিয়া কাপের জন্য একটা দল তৈরি করা হয়েছে। আমি বলেছি, আগে অধিনায়কের সঙ্গে কথা বলো, কোচের সঙ্গে কথা বলো। তারপর দলটা ঘোষণা করো। এজন্য দুটা দিন সময় নিচ্ছি।’

‘দল আর অধিনায়ক একসঙ্গে দুই দিনের মধ্যে জানতে পারবেন। এই মুহূর্তে কে অধিনায়ক আমি জানি না। কারণ ওনারা কথা বলবেন। কথা বলে আমাকে জানাবেন এটাই কথা হয়েছে। এজন্য আগে জানতে হবে কে হতে চায়, কে হতে চায় না। এটা গুরুত্বপূর্ণ বিষয়। আপনারা যত সহজ ভাবছেন তত সহজ না। কারণ চারজনের নামের মধ্যে একজন না করেছে অলরেডি।’- যোগ করেন নাজমুল হাসান।

সংযুক্ত আরব আমিরাতে টি-টোয়েন্টি সংস্করণের এশিয়া কাপ শুরু হবে ২৭ আগস্ট। দুবাই ও শারজায় হবে টুর্নামেন্টের ১৩টি ম্যাচ। প্রথম রাউন্ডে ‘বি’ গ্রুপে বাংলাদেশের সঙ্গী শ্রীলঙ্কা ও আফগানিস্তান। ‘এ’ গ্রুপে ভারত ও পাকিস্তানের সঙ্গী হবে বাছাইপর্ব থেকে উঠে আসা একটি দল।

এরপর সুপার ফোরে লিগ পদ্ধতিতে শীর্ষ দুই দল যাবে ফাইনালে। দলকে চাঙ্গা রাখতে এবার এশিয়া কাপে দলের সঙ্গে থাকার ঘোষণা দিয়েছেন নাজমুল হাসান। তিনি বলেছেন, ‘এবার এশিয়া কাপে যাবো, টিমের সাথে থাকবো। দেখব কী হয়?’

গতবার এশিয়া কাপে বাংলাদেশ ও ভারত ফাইনাল খেলেছিল, কিন্তু ট্রফি জিততে পারেনি। এবার বাংলাদেশ কত দূর যায় সেটাই দেখার।


ডেল্টা টাইমস্/সিআর/এমই

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
  এই ক্যাটেগরির আরো সংবাদ  
সম্পাদক ও প্রকাশক: মো. জাহাঙ্গীর আলম, নির্বাহী সম্পাদক: মো. আমিনুর রহমান
প্রকাশক কর্তৃক ৩৭/২ জামান টাওয়ার (লেভেল ১৪), পুরানা পল্টন, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত
এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরাপুল, মতিঝিল থেকে মুদ্রিত।

ফোন: ০২-৪৭১২০৮৬১, ০২-৪৭১২০৮৬২, ই-মেইল : deltatimes24@gmail.com, deltatimes24@yahoo.com
সম্পাদক ও প্রকাশক: মো. জাহাঙ্গীর আলম, নির্বাহী সম্পাদক: মো. আমিনুর রহমান
প্রকাশক কর্তৃক ৩৭/২ জামান টাওয়ার (লেভেল ১৪), পুরানা পল্টন, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত
এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরাপুল, মতিঝিল থেকে মুদ্রিত।
ফোন: ০২-৪৭১২০৮৬১, ০২-৪৭১২০৮৬২, ই-মেইল : deltatimes24@gmail.com, deltatimes24@yahoo.com