শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ১৫ চৈত্র ১৪৩০

বেশি গতি দিয়ে মোটরসাইকেল চালিয়ে দুই স্কুলশিক্ষার্থী নিহত
ডেল্টা টাইমস্ ডেস্ক:
প্রকাশ: শুক্রবার, ২১ জানুয়ারি, ২০২২, ৭:১৩ পিএম | অনলাইন সংস্করণ

বেশি গতি দিয়ে মোটরসাইকেল চালিয়ে সেতুর পিলারের সঙ্গে ধাক্কা লেগে দুই স্কুলশিক্ষার্থী নিহত হয়েছে। 

বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে মাদারীপুর সদর উপজেলার ধুরাইল ইউনিয়নের হবিগঞ্জ সেতুর উত্তরপাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এবং রাত ৯টার দিকে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসাধীন মৃত্যু হয়। 
   ছবি: প্রতীকী

ছবি: প্রতীকী

নিহত দুই শিক্ষার্থীর হলেন— মাদারীপুর সদর উপজেলার ধুরাইল ইউনিয়নের চাষার গ্রামের জহির ফরাজীর ছেলে জনি ফরাজী (১৭) ও একই গ্রামের লোকমান ফরাজীর ছেলে নাঈম ফরাজী (১৮)। তারা দুজনই জালালপুর আইডিয়াল উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন।

পরিবার ও এলাকাবাসী বলেন, বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে একটি মোটরসাইকেযোগে হবিগঞ্জ সেতুর দক্ষিণপাড় থেকে উত্তরপাড়ে যাচ্ছিল জনি ও নাঈম। এ সময় মোটরসাইকেলের গতি নিয়ন্ত্রণ করতে না পারায় সেতুর পিলারের সঙ্গে ধাক্কা লেগে গুরুতর আহত হন। এতে মোটরসাইকেলের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। পরে স্থানীয়রা শিক্ষার্থীদের উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে নিয়ে আসে। 

রাত ১১টার দিকে সদর হাসপাতালে নাঈম ফরাজীর মৃত্যু হয়। এর কিছুক্ষণ পরে ফরিদপুর বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে জনি ফরাজী মারা যায়। 

সদর থানার ওসি কামরুল ইসলাম মিঞা আরও বলেন, ‘রাতে অতিরিক্ত গতিতে মোটরসাইকেল চালানোর ফলে দুর্ঘটনা ঘটেছে। নিহতের পরিবার তাদের লাশ নিয়ে গেছেন। প্রত্যেকের পরিবারের উচিত উঠতি বয়সি ছেলেমেয়েদের মোটরসাইকেল চালানোর বিষয় সাবধান করে দেওয়ার।’

ডেল্টা টাইমস্/সিআর/জেড এইচ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
  এই ক্যাটেগরির আরো সংবাদ  
সম্পাদক ও প্রকাশক: মো. জাহাঙ্গীর আলম, নির্বাহী সম্পাদক: মো. আমিনুর রহমান
প্রকাশক কর্তৃক ৩৭/২ জামান টাওয়ার (লেভেল ১৪), পুরানা পল্টন, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত
এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরাপুল, মতিঝিল থেকে মুদ্রিত।

ফোন: ০২-৪৭১২০৮৬১, ০২-৪৭১২০৮৬২, ই-মেইল : deltatimes24@gmail.com, deltatimes24@yahoo.com
সম্পাদক ও প্রকাশক: মো. জাহাঙ্গীর আলম, নির্বাহী সম্পাদক: মো. আমিনুর রহমান
প্রকাশক কর্তৃক ৩৭/২ জামান টাওয়ার (লেভেল ১৪), পুরানা পল্টন, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত
এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরাপুল, মতিঝিল থেকে মুদ্রিত।
ফোন: ০২-৪৭১২০৮৬১, ০২-৪৭১২০৮৬২, ই-মেইল : deltatimes24@gmail.com, deltatimes24@yahoo.com