‘করোনায় মৃতদের ৮০ শতাংশের টিকা নেওয়া ছিল না’
ডেল্টা টাইমস্ ডেস্ক:
|
দেশে সাম্প্রতিক সময়ে করোনায় মারা যাওয়া ব্যক্তিদের ৮০ শতাংশের টিকা নেওয়া ছিল না বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক আবুল বাসার মোহাম্মদ খোরশেদ আলম। সোমবার বিকেলে করোনা সংক্রমণ দ্রুত বেড়ে যাওয়ার পরিপ্রেক্ষিতে স্বাস্থ্য অধিদপ্তর আয়োজিত এক সংবাদ সম্মেলনের এ কথা বলেন তিনি। ![]() ‘করোনায় মৃতদের ৮০ শতাংশের টিকা নেওয়া ছিল না’ সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক বলেন, এই সময় করোনায় আক্রান্ত ব্যক্তিদের ৮০ শতাংশ করোনার টিকা নেননি। বাকি ২০ শতাংশ নানা ধরনের দীর্ঘস্থায়ী রোগে আক্রান্ত ছিলেন। তিনি বলেন, এখনো কোনো ব্যক্তি ওমিক্রনে আক্রান্ত হয়ে মারা গেছেন কি না, সে তথ্য স্বাস্থ্য বিভাগের হাতে নেই। জেনোম সিকোয়েন্সিং করতে ১৪-১৫ দিন সময় লাগে। সংক্রমণ বৃদ্ধি অশুভ ইঙ্গিত দিচ্ছে বলে সংবাদ সম্মেলনে জানিয়েছেন অধিদপ্তরের মহাপরিচালক। তিনি আরও বলেন, ঢাকায় ওমিক্রনের সংক্রমণ বেশি। তবে অন্যান্য জেলায় এখনো ডেলটার সংক্রমণ অব্যাহত আছে বলেও জানান তিনি। ডেল্টা টাইমস্/সিআর/জেড এইচ
|
« পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |