বুধবার ১৭ এপ্রিল ২০২৪ ৩ বৈশাখ ১৪৩১

টিকা না নেওয়াদের জন্য গণপরিবহন নিষিদ্ধ হচ্ছে ফিলিপাইনে
ডেল্টা টাইমস্ ডেস্ক:
প্রকাশ: শুক্রবার, ১৪ জানুয়ারি, ২০২২, ৭:১৮ পিএম | অনলাইন সংস্করণ

টিকা না নেওয়াদের জন্য গণপরিবহন নিষিদ্ধ হচ্ছে ফিলিপাইনে

টিকা না নেওয়াদের জন্য গণপরিবহন নিষিদ্ধ হচ্ছে ফিলিপাইনে

ফিলিপাইনে এখনও যারা করোনা টিকার কোনো ডোজ নেননি, তাদের গণপরিবহনে ওঠা নিষিদ্ধ হতে যাচ্ছে ফিলিপাইন। আগামী সপ্তাহ থেকে এই নীতি কার্যকর করা হবে বলে জানিয়েছেন দেশটির সরকারি কর্মকর্তারা।

শুক্রবার বার্তাসংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ সম্পর্কে বলা হয়, দক্ষিণপূর্ব এশিয়ার এই দ্বীপরাষ্ট্রে সম্প্রতি হু হু করে বাড়ছে দৈনিক সংক্রমণ। এই হার দেশটির রাজধানী ও সবচেয়ে ঘনবসতিপূর্ণ শহর ম্যানিলাতে সর্বোচ্চ। শহরটিতে বসবাস করেন প্রায় ১ কোটি ৩০ লাখ মানুষ।

ফিলিপাইনের মানবাধিকার সংস্থাগুলো যদিও সরকারের এই নীতিকে ‘রক্ষণশীল’ ও ‘বৈষম্যপূর্ণ’ বলে উল্লেখ করেছে, কিন্তু দেশটির পরিবহন মন্ত্রণালয় শুক্রবার এক বিবৃতিতে জানিয়েছে- করোনা সংক্রমণ ও এ রোগে আক্রান্ত হয়ে হাসপাতালগুলোতে ভর্তি হওয়া রোগীর সংখ্যা সীমিত রাখতেই এই উদ্যোগ নেওয়া হচ্ছে এবং  এ বিষয়ে সরকারের পিছু হটার কোনো উপায় নেই।

টিকা না নেওয়াদের জন্য গণপরিবহন নিষিদ্ধ হচ্ছে ফিলিপাইনে

টিকা না নেওয়াদের জন্য গণপরিবহন নিষিদ্ধ হচ্ছে ফিলিপাইনে

ফিলিপাইনের মোট জনসংখ্যা ১০ কোটি ১০ লাখ। সরকারি তথ্য অনুযায়ী, দেশটির মোট জনসংখ্যার প্রায় অর্ধেক করোনা টিকার দুই ডোজ সম্পূর্ণ করেছেন। দেশটিতে এখন পর্যন্ত যারা করোনা টিকার একটি ডোজও নেননি, তাদের একটি বড় অংশই অবৈধ অভিবাসী। এছাড়া ফিলিপাইনে অপ্রাপ্তবয়স্ক এবং বয়স্ক নাগরিকদের কিছু অংশ এখনও টিকা নেননি।

গত সপ্তাহে প্রেসিডেন্ট রদ্রিগো দুতার্তে হুমকি দিয়েছিলেন, ফিলিপাইনে এখনও যারা টিকার কোনো ডোজ নেননি, তার বাড়ি থেকে বের হলেই সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্রথমে তাদের আটকাবে, যদি তাতে কাজ না হয়- তাহলে গ্রেফতার করা হবে তাদের।

এদিকে, শুক্রবার এই দ্বীপরাষ্ট্রটিতে করোনা পজিটিভ হিসেবে শনাক্ত হয়েছেন ৩৭ হাজার ২০৭ জন, যা গত দুই সপ্তাহের মধ্যে সর্বোচ্চ। মহামারির শুরু থেকে এ পর্যন্ত ফিলিপাইনে করোনা পজিটিভ হিসেবে শনাক্ত হয়েছেন মোট ৩১ লাখ ২৯ হাজার ৫১২ জন এবং এ রোগে মৃত্যু হয়েছে মোট ৫২ হাজার ৮১৫ জনের।


ডেল্টা টাইমস্/সিআর/একেআর 

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
  এই ক্যাটেগরির আরো সংবাদ  
সম্পাদক ও প্রকাশক: মো. জাহাঙ্গীর আলম, নির্বাহী সম্পাদক: মো. আমিনুর রহমান
প্রকাশক কর্তৃক ৩৭/২ জামান টাওয়ার (লেভেল ১৪), পুরানা পল্টন, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত
এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরাপুল, মতিঝিল থেকে মুদ্রিত।

ফোন: ০২-৪৭১২০৮৬১, ০২-৪৭১২০৮৬২, ই-মেইল : deltatimes24@gmail.com, deltatimes24@yahoo.com
সম্পাদক ও প্রকাশক: মো. জাহাঙ্গীর আলম, নির্বাহী সম্পাদক: মো. আমিনুর রহমান
প্রকাশক কর্তৃক ৩৭/২ জামান টাওয়ার (লেভেল ১৪), পুরানা পল্টন, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত
এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরাপুল, মতিঝিল থেকে মুদ্রিত।
ফোন: ০২-৪৭১২০৮৬১, ০২-৪৭১২০৮৬২, ই-মেইল : deltatimes24@gmail.com, deltatimes24@yahoo.com