শুক্রবার ২০ সেপ্টেম্বর ২০২৪ ৪ আশ্বিন ১৪৩১

পুকুরে গোসলের সেলফি তুলতে তুলতেই প্রাণ গেল কিশোরের!
ডেল্টা টাইমস্ ডেস্ক:
প্রকাশ: বৃহস্পতিবার, ৩০ ডিসেম্বর, ২০২১, ৭:০১ পিএম | অনলাইন সংস্করণ

দিনাজপুরের চিরিরবন্দরে বন্ধুর বাড়িতে বেড়াতে এসে পুকুরে পানিতে গোসল করতে নেমে  সাকিব ইসলাম (১৭) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। সে  রংপুর জেলা সদর উপজেলার কেরানীপাড়ার এসআই মরিুজ্জামানের ছেলে।

বৃহস্পতিবার দুপুর ১২টায় চিরিরবন্দর উপজেলার সাঁইতাড়া ইউনিয়নের জগন্নাথপুর গ্রামে এই ঘটনা ঘটে।
প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

স্থানীয়রা জানায়, রংপুর সদর থানার ওসি (ডিবি) আমিনুল ইসলামের ছেলে শুভর সঙ্গে তার দুই বন্ধু দুপুর ১২টায় গ্রামের বাড়ী জগন্নাথপুর গ্রামে পারিবারিক পুকুরে গোসল করতে নামে। এ সময় গোসলের দৃশ্য (সেলফি) মোবাইল ফোনে তুলতে তুলতেই তারা পুকুরের গভীর পানিতে তলিয়ে যায়। বিষয়টি বাড়ির কাজের মেয়ে দেখতে পেয়ে চিৎকার করতে থাকে। তার চিৎকারে আশেপাশের লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে গিয়ে তাদের উদ্ধার করে চিরিরবন্দর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক সাকিবকে মৃত ঘোষণা করেন। অপর দু’জনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হলে তারা সুস্থ হয়।

চিরিরবন্দর থানার অফিসার ইনচার্জ সুব্রত কুমার সরকার জানান, গত মঙ্গলবার রংপুর সদর থানার ওসি (ডিবি) আমিনুল ইসলাম পরিবারসহ তার ছেলে ও দুই বন্ধু গ্রামের বাড়িতে বেড়াতে আসে। গত বুধবার ওসি (ডিবি) আমিনুল ইসলাম কর্মস্থলে ফিরে গেলে তার ছেলে ও বন্ধুরা থেকে যায়। এরপর বৃহস্পতিবার পুকুরে গোসল করতে নেমে সাকিব নামে এক বন্ধু তলিয়ে গিয়ে মারা যায়।


ডেল্টা টাইমস্/সিআর/জেড এইচ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
  এই ক্যাটেগরির আরো সংবাদ  
সম্পাদক ও প্রকাশক: মো. জাহাঙ্গীর আলম, নির্বাহী সম্পাদক: মো. আমিনুর রহমান
প্রকাশক কর্তৃক ৩৭/২ জামান টাওয়ার (লেভেল ১৪), পুরানা পল্টন, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত
এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরাপুল, মতিঝিল থেকে মুদ্রিত।

ফোন: ০২-৪৭১২০৮৬১, ০২-৪৭১২০৮৬২, ই-মেইল : deltatimes24@gmail.com, deltatimes24@yahoo.com
সম্পাদক ও প্রকাশক: মো. জাহাঙ্গীর আলম, নির্বাহী সম্পাদক: মো. আমিনুর রহমান
প্রকাশক কর্তৃক ৩৭/২ জামান টাওয়ার (লেভেল ১৪), পুরানা পল্টন, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত
এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরাপুল, মতিঝিল থেকে মুদ্রিত।
ফোন: ০২-৪৭১২০৮৬১, ০২-৪৭১২০৮৬২, ই-মেইল : deltatimes24@gmail.com, deltatimes24@yahoo.com