শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ৬ বৈশাখ ১৪৩১

দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ হলো : স্বরাষ্ট্রমন্ত্রী
ডেল্টা টাইমস্ ডেস্ক:
প্রকাশ: বুধবার, ২৪ নভেম্বর, ২০২১, ৯:০৪ এএম | অনলাইন সংস্করণ

হাতিরঝিল সমন্বিত উন্নয়ন প্রকল্পের জমি অধিগ্রহণের মাধ্যমে যারা ক্ষতিগ্রস্ত হয়েছিলেন তাদের কাছে ফ্ল্যাট হস্তান্তর করে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ হলো।

মঙ্গলবার (২৩ নভেম্বর) রাতে গুলশান নিকেতন হাতিরঝিল ব্যবস্থাপনা ভবন প্রাঙ্গণে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের পক্ষ থেকে হাতিরঝিল সমন্বিত উন্নয়ন প্রকল্পের অধিগ্রহণকৃত ক্ষতিগ্রস্ত ৫৬টি পরিবারের অনুকূলে ফ্ল্যাট বরাদ্দ দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে স্বরাষ্ট্রমন্ত্রী ক্ষতিগ্রস্তদের হাতে ফ্ল্যাটের কাগজপত্র হস্তান্তর করেন।

দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ হলো : স্বরাষ্ট্রমন্ত্রী

দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ হলো : স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, হাতিরঝিল সমন্বিত উন্নয়ন প্রকল্পের অধিগ্রহণে ক্ষতিগ্রস্তদের মাঝে আজ বরাদ্দকৃত ফ্ল্যাটে দেওয়া হলো। যারা ক্ষতিগ্রস্ত হয়েছিলেন আজকের এ দিনটির জন্য তারা দীর্ঘদিন ধরে অপেক্ষায় ছিলেন। আজকে যারা ফ্ল্যাট পেয়েছেন তাদের কান্নাটা আমি দেখেছি। জমি অধিগ্রহণের পর তারা রাত ২-৩ টা পর্যন্ত আমার বাসায় গিয়েছিলেন। এখন তো জমি অধিগ্রহণ হলে তিনগুণ ক্ষতিপূরণ দেওয়া হয়। আজকে হাতিরঝিলের আশপাশের এলাকায় এক কাঠা জামির দাম ১০ কোটি টাকা। আর অধিগ্রহণের সময় নিচু জমির ক্ষতিপূরণ দেওয়া হয়েছিল দেড় লাখ টাকা আর উঁচু জমির ক্ষেত্রে সর্বোচ্চ পাঁচ লাখ টাকা। সে জন্যই তারা কষ্ট পেয়েছিলেন।

তিনি আরও বলেন, তখন আমি এ এলাকার সংসদ সদস্য। প্রধানমন্ত্রী জিজ্ঞাসা করলেন কী কারণে তারা বিক্ষোভ করছেন? তখন আমি প্রধানমন্ত্রী পুরো বিষয়টি জানাই। তখন প্রধানমন্ত্রীর নির্দেশ দেন ক্ষতিগ্রস্তদের তালিকা করে  ক্ষতিপূরণ দেওয়ার জন্য। প্রধানমন্ত্রীর কাছে নো বলে কোন শব্দ নেই। যেখানে জনগণের কষ্ট সেটাকে লাঘব করার জন্য প্রধানমন্ত্রী পদক্ষেপ নিয়েছেন।

এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী অনুষ্ঠানে উপস্থিত গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব মো.শহিদুল্লাহ খন্দকারের দৃষ্টি আকর্ষণ করে বলেন, হাতিরঝিল ও এর আশপাশের এলাকাকে নিরাপত্তা দেওয়ার জন্য আমরা একটি থানা করেছি যার নাম হাতিরঝিল থানা। কিন্তু হাতিরঝিল থানার কোনো স্থায়ী ভবন নেই। একটি ভাড়া বাসায় হাতিরঝিল থানার কার্যক্রম চলছে। তবে থানা ভবন নির্মাণের জন্য একটি জায়গা বরাদ্দ করা হয়েছে। সেই জায়গাটি আমাদের দিয়ে দিলে আমরা হাতিরঝিল থানার জন্য একটি স্থায়ী ভবন নির্মাণ করব।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ বলেন, রাজউকের হাতিরঝিল এলাকার বেগুনবাড়ি ধাপ সমন্বিত উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের জন্য ৩১০ একর জমি অধিগ্রহণ করতে হয়েছে। ফলে এখানকার বাসিন্দাদের অনেকেই ক্ষতিগ্রস্ত হয়েছেন। ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন ও আবাসন সমস্যা লাঘবে বেগুনবাড়ি মৌজায় ১৫তলা বিশিষ্ট দুটি এপার্টমেন্টে ১১২টি ফ্ল্যাট নির্মাণ করা হয়েছে। বেগুনবাড়ির এই ফ্ল্যাটগুলো ক্ষতিগ্রস্তদের জন্যই নির্মাণ করা হয়েছে।




ডেল্টা টাইমস্/সিআর/জেড এইচ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
  এই ক্যাটেগরির আরো সংবাদ  
সম্পাদক ও প্রকাশক: মো. জাহাঙ্গীর আলম, নির্বাহী সম্পাদক: মো. আমিনুর রহমান
প্রকাশক কর্তৃক ৩৭/২ জামান টাওয়ার (লেভেল ১৪), পুরানা পল্টন, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত
এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরাপুল, মতিঝিল থেকে মুদ্রিত।

ফোন: ০২-৪৭১২০৮৬১, ০২-৪৭১২০৮৬২, ই-মেইল : deltatimes24@gmail.com, deltatimes24@yahoo.com
সম্পাদক ও প্রকাশক: মো. জাহাঙ্গীর আলম, নির্বাহী সম্পাদক: মো. আমিনুর রহমান
প্রকাশক কর্তৃক ৩৭/২ জামান টাওয়ার (লেভেল ১৪), পুরানা পল্টন, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত
এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরাপুল, মতিঝিল থেকে মুদ্রিত।
ফোন: ০২-৪৭১২০৮৬১, ০২-৪৭১২০৮৬২, ই-মেইল : deltatimes24@gmail.com, deltatimes24@yahoo.com