চিকেন চাওমিন তৈরির রেসিপি
ডেল্টা টাইমস ডেস্ক:
|
![]() চিকেন চাওমিন তৈরির রেসিপি তৈরি করতে যা লাগবে নুডলস- ২ প্যাকেট মুরগির মাংস- ১০০ গ্রাম পছন্দমতো সবজি- পরিমাণমতো রসুন কুচি- ১/৪ চা চামচ কাঁচা মরিচ কুচি- ১ চা চামচ সয়া সস- ১ টেবিল চামচ টমেটো সস- ১ টেবিল চামচ মরিচের গুঁড়া- ১ চা চামচ গোল তেল- ২ টেবিল চামচ মাখন- ১ টেবিল চামচ লবণ- পরিমাণমতো অয়েস্টার সস- ১ টেবিল চামচ যেভাবে তৈরি করবেন একটি পাত্রে মুরগির মাংসের টুকরা, ১/২ চা চামচ সয়া সস, ১ চা চামচ কর্ণ ফ্লাওয়ার, এক চিমটি লবণ, গোল মরিচ ও মরিচের গুঁড়া দিয়ে মেরিনেট করুন ১৫ মিনিট। অন্য হাঁড়িতে পাত্রে ৪ কাপ পানি দিন। পানির সঙ্গে ১ চা চামচ তেল দিয়ে দিন চুলায় দিন। পানি ফুটতে শুরু করলে এর মধ্যে নুডলস দিয়ে সেদ্ধ করে নিন। নুডলস আশি ভাগের মতো সেদ্ধ করবেন। সেদ্ধ হয়ে গেলে পানি ঝরিয়ে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে পানি ঝরিয়ে নেবেন। একটি ফ্রাই প্যানে ২ টেবিল চামচ তেল দিয়ে রসুন ও কাঁচা মরিচ কুচি দিয়ে বাদামি করে ভাজুন। মেরিনেট করা চিকেন দিয়ে ২-৩ মিনিট রান্না করে তাতে প্রথমে শক্ত সবজিগুলো দিয়ে কিছুক্ষণ ভেজে নিন। এরপর নরম সবজিগুলো দিয়ে কিছুক্ষণ ভেজে নিন। পরিমাণমতে লবণ মিশিয়ে নিন। এরপর সয়া সস, টমেটো সস ও গোল মরিচের গুঁড়া দিয়ে আরও কিছুক্ষণ ভেজে নিন। এবার তাতে সেদ্ধ নুডলস ও টেস্টিং সল্ট দিয়ে ভালো করে মিশিয়ে নিন। এরপর মাখন দিয়ে নেড়ে মিশিয়ে দিন। উপরে পেঁয়াজের কলি কুচি দিয়ে নামিয়ে নিন। চিকেন চাওমিন তৈরি, এবার পরিবেশনের পালা। ডেল্টা টাইমস/সিআর/আর
|
« পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |