শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ৫ বৈশাখ ১৪৩১

হাইমচরে বালু উত্তোলনের মচ্ছব!
হাইমচর (চাঁদপুর) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২০, ১:২২ পিএম আপডেট: ১৯.০২.২০২০ ১:৩২ পিএম | অনলাইন সংস্করণ

হাইমচরে বালু উত্তোলনের মচ্ছব!

হাইমচরে বালু উত্তোলনের মচ্ছব!

চাঁদপুরের হাইমচর উপজেলার চরভৈরবী ও উত্তর আলগীর পাশ দিয়ে বয়ে যাওয়া মেঘনা, ডাকাতিয়া ও সংযোগ খাল থেকে চলছে অবৈধভাবে বালু উত্তোলনের মহোৎসব। গত কয়েকমাস যাবৎ শ্যালো মেশিনের ড্রেজার বসিয়ে বালু উত্তোলন করছে একটি প্রভাবশালী চক্র। এতে হুমকিতে পড়েছে নদীর তীরবর্তী চরভৈরবী, হাইমচর ও আলগী ইউনিয়নের আশ-পাশের গ্রামের শত শত বিঘা ফসলি জমি, রাস্তাঘাট, শিক্ষা প্রতিষ্ঠান আর অসংখ্য ঘর-বাড়ী। অপর দিকে সরকার হারাচ্ছে মোটা অংকের রাজস্ব।

এদিকে বালু উত্তোলন বন্ধ করতে ভুক্তভোগীরা সভা, সমাবেশ ও ইউনিয়ন ভূমি অফিসসহ উপজেলা প্রশাসনের কাছে লিখিত অভিযোগ দায়ের করলেও রহস্যজনক কারণে বালু উত্তোলন বন্ধ হচ্ছে না। ফলে এবারের বর্ষায় ব্যাপক ক্ষতির আশংকা করছেন এলাকাবাসী।

সরেজমিনে দেখা যায়, চরভৈরবী, হাইমচর, আলগী ইউনিয়নে মেঘনা নদীতে ড্রেজার বসিয়ে বালু উত্তোলন করছে অসাধু বালু ব্যবসায়ী। এছাড়া আমতলী, জালিয়ারচর, কাটাখালসহ বিভিন্ন স্থানে চলছে অবৈধভাবে বালু উত্তোলন। ভুক্তভোগী আনোয়ার শেখ, মোঃ হারুন মিঝি ও হোসেন আহম্মদসহ বেশ কয়েকজন জানান, বালু উত্তোলন বন্ধ না হলে আগামী বর্ষায় ব্যাপক ক্ষয়ক্ষতির আশংকায় আমরা চরম আতঙ্কিত। সংশ্লিষ্ট দপ্তরে লিখিত অভিযোগ করেও কোনো সুরাহা হয়নি। বালু বন্ধে আমরা স্থায়ী সমাধান চাই।

চরভৈরবী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আহাম্মদ আলী মাস্টার জানান, বালু উত্তোলনের ফলে ৭-৮ টি গ্রামের মানুষের চলাচল বন্ধ হয়ে গেছে। ব্যাপক ক্ষতি হচ্ছে আবাদি ফসলের। কাঁচা সড়কগুলো ভেঙে এখন ট্রলি ছাড়া কোনো যানবাহন চলাচল করতে পারেন না। উপজেলা প্রশাসন ও জনপ্রতিনিধিদের অবহিত করা হলেও তাঁরা রহস্যজনক কারণে নিরব রয়েছেন।

হাইমচর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফেরদৌসী বেগম বলেন, অবৈধ বালু উত্তোলন বন্ধে অভিযান চলছে। বালু উত্তোলনের কারণে বেশ কয়েকটি ড্রেজার মেশিন নষ্টসহ পুরিয়ে ফেলা হয়েছে। অবৈধ বালু উত্তোলন বন্ধে অভিযান অব্যাহত থাকবে।   




ডেল্টা টাইমস/মোস্তফা কামাল/ এস আই




« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
  এই ক্যাটেগরির আরো সংবাদ  
সম্পাদক ও প্রকাশক: মো. জাহাঙ্গীর আলম, নির্বাহী সম্পাদক: মো. আমিনুর রহমান
প্রকাশক কর্তৃক ৩৭/২ জামান টাওয়ার (লেভেল ১৪), পুরানা পল্টন, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত
এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরাপুল, মতিঝিল থেকে মুদ্রিত।

ফোন: ০২-৪৭১২০৮৬১, ০২-৪৭১২০৮৬২, ই-মেইল : deltatimes24@gmail.com, deltatimes24@yahoo.com
সম্পাদক ও প্রকাশক: মো. জাহাঙ্গীর আলম, নির্বাহী সম্পাদক: মো. আমিনুর রহমান
প্রকাশক কর্তৃক ৩৭/২ জামান টাওয়ার (লেভেল ১৪), পুরানা পল্টন, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত
এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরাপুল, মতিঝিল থেকে মুদ্রিত।
ফোন: ০২-৪৭১২০৮৬১, ০২-৪৭১২০৮৬২, ই-মেইল : deltatimes24@gmail.com, deltatimes24@yahoo.com