শনিবার ২০ এপ্রিল ২০২৪ ৬ বৈশাখ ১৪৩১

প্রযুক্তির শিক্ষা নিয়ে এগিয়ে যাবে রাজশাহীর মানুষ : প্রধানমন্ত্রী
ডেল্টা টাইমস ডেস্ক
প্রকাশ: বুধবার, ১২ ফেব্রুয়ারি, ২০২০, ১:৩৭ পিএম | অনলাইন সংস্করণ

প্রযুক্তির শিক্ষা নিয়ে এগিয়ে যাবে রাজশাহীর মানুষ : প্রধানমন্ত্রী

প্রযুক্তির শিক্ষা নিয়ে এগিয়ে যাবে রাজশাহীর মানুষ : প্রধানমন্ত্রী

উন্নয়নে পিছিয়ে থাকা রাজশাহীর মানুষকে আমরা প্রযুক্তি শিক্ষার দিকে গুরুত্ব দিচ্ছি।   সেজন্য সেখানে হাই-টেক পার্ক ও আইটি সেন্টার গড়ে তোলা হচ্ছে। আশা করি- শেখ কামাল আইটি সেন্টারের মাধ্যমে প্রযুক্তির শিক্ষা নিয়ে এ অঞ্চলের উন্নয়ন হবে।  অনেক কর্মসংস্থানের সৃষ্টি হবে। এর মাধ্যমে ডিজিটাল বাংলাদেশ গঠনের উদ্যোগ আরও এক ধাপ এগিয়ে যাবে।
 বুধবার (১২ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমের রাজশাহীর শেখ কামাল আইটি ইনকিউবেশন অ্যান্ড ট্রেনিং সেন্টার উদ্বোধনকালে এসব কথা বলেন তিনি।

প্রধানমন্ত্রী আরও বলেন, আমরা নতুন প্রজন্মকে এমনভাবে গড়ে তুলতে চাই, যাতে তারা প্রতিযোগিতমূলক বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে এগিয়ে যেতে পারে। এজন্য প্রথমত প্রযুক্তি শিক্ষা একান্ত প্রয়োজন।  দ্বিতীয়ত, কর্মসংস্থান ও কর্মদক্ষতা বাড়ানোর জন্য নতুন নতুন ক্ষেত্র প্রয়োজন।  এজন্য আমরা ক্ষমতায় আসার পর যেসব খাত সরকারি ছিল সেগুলো উন্মুক্ত করে দিয়েছি। দেশের উন্নয়নে বহুমুখী পদক্ষেপও নিয়েছি।  অনুষ্ঠানে রাজশাহী থেকে যুক্ত হন জেলা প্রশাসক মো. হামিদুল হক।

এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন, বিভাগীয় কমিশনার হুমায়ন কবীর খন্দকার, জেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ আলী সরকার, আরএমপি কমিশনার হুমায়ন কবির প্রমুখ।
ডেল্টা টাইমস/ এস আই

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
  এই ক্যাটেগরির আরো সংবাদ  
সম্পাদক ও প্রকাশক: মো. জাহাঙ্গীর আলম, নির্বাহী সম্পাদক: মো. আমিনুর রহমান
প্রকাশক কর্তৃক ৩৭/২ জামান টাওয়ার (লেভেল ১৪), পুরানা পল্টন, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত
এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরাপুল, মতিঝিল থেকে মুদ্রিত।

ফোন: ০২-৪৭১২০৮৬১, ০২-৪৭১২০৮৬২, ই-মেইল : deltatimes24@gmail.com, deltatimes24@yahoo.com
সম্পাদক ও প্রকাশক: মো. জাহাঙ্গীর আলম, নির্বাহী সম্পাদক: মো. আমিনুর রহমান
প্রকাশক কর্তৃক ৩৭/২ জামান টাওয়ার (লেভেল ১৪), পুরানা পল্টন, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত
এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরাপুল, মতিঝিল থেকে মুদ্রিত।
ফোন: ০২-৪৭১২০৮৬১, ০২-৪৭১২০৮৬২, ই-মেইল : deltatimes24@gmail.com, deltatimes24@yahoo.com