চকলেটের লোভ দেখিয়ে শিশু ধর্ষণ
ডেল্টা টাইমস ডেস্ক:
|
ঢাকার ধামরাইয়ে চকলেটের লোভ দেখিয়ে এক শিশুকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে আব্দুর রশিদ নামে এক ইটভাটার দারোয়ানের বিরুদ্ধে। বুধবার দুপুরে নিজ বাড়িতে শিশুকে ধর্ষণ করেন তিনি। আব্দুর রশিদ উপজেলার উত্তর হাতকড়া গ্রামের মৃত জিন্নাত আলীর ছেলে। ঘটনার পর আত্মগোপন করেছেন তিনি। স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার দুপুর ১২টার দিকে ইটভাটার দারোয়ান আব্দুর রশিদের বাড়িতে লোকজন ছিল না। বাড়ির পাশে বাগানে খেলা করার সময় ৭ বছরের ওই শিশুকে চকলেট দেওয়ার লোভ দেখিয়ে ঘরের ভেতর ডেকে নিয়ে ধর্ষণ করেন আব্দুর রশিদ। চিৎকার শুনে আশপাশের লোকজন এসে ওই শিশুকে উদ্ধার করেন। এ সময় ধর্ষক আব্দুর রশিদ দৌড়ে পালিয়ে যান। ওই শিশুর পিতা জানান, আব্দুর রশিদ আমার মেয়েকে চকলেট দেওয়ার কথা বলে ঘরের ভিতরে নিয়ে সর্বনাশ করেছে। আমি এর উপযুক্ত বিচার ও শাস্তি দাবি করছি। সাবেক ইউপি মেম্বার আনোয়ার হোসেন বলেন, ধর্ষণের ঘটনায় আমার কাছে ধর্ষকের পরিবার এলেও এ ব্যাপারে আমি কোনো সহযোগিতা করিনি। ডেল্টা টাইমস/সিআর
|
« পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |