রৌমারী সীমান্তে বিজিবির হাতে ১২ যুবক আটক
ডেল্টা টাইমস ডেস্ক:
|
অবৈধভাবে অনুপ্রবেশের দায়ে কুড়িগ্রামের রৌমারী উপজেলার শৌলমারী সীমান্তে ১২ যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বুধবার (২ অক্টোবর) ভোরে উপজেলার সীমান্ত পিলারের চরবোয়ালমারী এলাকা থেকে তাদের আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন বিজিবির গয়াটাপাড়া ক্যাম্পের নায়েব সুবেদার মো. ইসমাইল হোসেন। তিনি বলেন, শৌলমারী সীমান্ত দিয়ে ১২ যুবক অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের চেষ্টা করে। এ সময় সীমান্ত পিলারের চরবোয়ালমারী থেকে তাদের আটক করা হয়। ডেল্টা টাইমস/সিআর/এমই |
« পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |