নিউজিল্যান্ডকে ইনিংস ব্যবধানে হারালো শ্রীলঙ্কা
ডেল্টা টাইমস ডেস্ক:
|
গল টেস্টে নিউজিল্যান্ড ইনিংস ব্যবধানে হারতে যাচ্ছে, এটি মোটামুটি নিশ্চিত হয়ে গেছে গতকাল শনিবারই। বাকিটা ছিল শুধু সময়ের অপেক্ষা। ফলোঅনে ব্যাট করতে নেমে ৫ উইকেটে মাত্র ১৯৯ রান করে তৃতীয় দিনের খেলা শেষ করেছিল কিউইরা। তখনো নিউজিল্যান্ডে পিছিয়ে ৩১৫ রানে। গলের স্পিন সহায়ক পিচে বাকি ৫ উইকেটে ৩১৫ রান তোলা ছিল এরকম অসম্ভবই। অস্বাভাবিক কিছু করে দেখাতে পারলো না নিউজিল্যান্ডও। চতুর্থ দিনে অবশ্য লড়াই করেছেন টম ব্লান্ডেল, গ্লেন ফিলিপস ও মিচেল স্যান্টনার। তিনজনই করেছেন ফিফটি। তবে তাদের সম্মিলিত লড়াইয়েও তেমন একটা লাভ হলো না নিউজিল্যান্ডের। ইনিংস ব্যবধানেই হারতে হলো কিউইদের। ইনিংস ব্যবধানে হার এড়াতে দ্বিতীয় ইনিংসে নিউজিল্যান্ডকে করতে হতো ৫১৫ রান। কিন্তু কিউইরা গুটিয়ে গেছে ৩৬০ রানে। এতে ইনিংসের সঙ্গে ১৫৪ রানে হেরেছে নিউজিল্যান্ড। ৬ বছর পর এই প্রথম ইনিংস ব্যবধানে হারলো নিউজিল্যান্ড। অন্যদিকে টেস্টে টানা তৃতীয় জয় পেলো শ্রীলঙ্কা। ডেল্টা টাইমস/সিআর
|
« পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |