ইবির চার হলে নতুন প্রভোস্ট নিয়োগ
ইবি প্রতিনিধি:
|
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আবাসিক চারটি হলে নতুন প্রভোস্ট নিয়োগ দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। নিয়োগপ্রাপ্ত প্রভোস্টরা আগামী এক বছরের জন্য হলগুলোতে এ দায়িত্ব পালন করবেন। রোববার (২৯সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এইচ এম আলী হাসান বিষয়টি নিশ্চিত করেছেন। চার হলে নিয়োগপ্রাপ্ত প্রভোস্টরা হলেন- সাদ্দাম হোসেন হলে বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. আবুল কালাম আজাদ, বেগম খালেদা জিয়া হলে ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. জালাল উদ্দিন, ফজিলাতুন্নেছা মুজিব হলে আল-কুরআন এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. এ. কে. এম. রাশেদুজ্জামান ও শেখ হাসিনা হলে আরবী ভাষা ও সাহিত্য বিভাগের অধ্যাপক ড. এ. কে. এম. শামছুল হক ছিদ্দিকী কে নিয়োগ দেওয়া হয়েছে। প্রসঙ্গত, ছাত্র-জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর গত ২৬ আগস্ট ইসলামী বিশ্ববিদ্যালয়ের ছয় হল প্রভোস্ট পদত্যাগ করেন। ডেল্টা টাইমস/ইদুল হাসান/সিআর
|
« পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |