ভারতে পালাতে গিয়ে ধরা সাংবাদিক শ্যামল দত্ত
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:
|
স্ত্রী-সন্তান নিয়ে ভারতে যাওয়ার সময় ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া ইমিগ্রেশনে সাংবাদিক শ্যামল দত্তকে আটকে দেওয়া হয়েছে। আজ মঙ্গলবার (৬ আগস্ট) বিকেলে তাকে আখাউড়া ইমিগ্রেশনে আটকে দেওয়া হয়।
শ্যামল দত্ত দৈনিক ভোরের কাগজের সম্পাদক ও জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক পদে আছেন। ইমিগ্রেশন সূত্র জানা যায়, বিকেল ৩টায় আখাউড়া ইমিগ্রেশন দিয়ে স্ত্রী-সন্তানসহ ভারতে যাওয়ার চেষ্টা করছিলেন সাংবাদিক শ্যামল দত্ত। তবে দেশত্যাগের নিষেধাজ্ঞা থাকায় ইমিগ্রেশন কর্তৃপক্ষ তাকে ফেরত পাঠায়। এ সময় ভারত যেতে দেওয়ার জন্য ইমিগ্রেশনের স্টাফ ও কর্মকর্তাদের কাছে অনুরোধ করেন তিনি। আখাউড়া স্থলবন্দর ইমিগ্রেশনের ইনচার্জ পুলিশ পরিদর্শক খায়রুল আলম জানান, ইমিগ্রেশন থেকে তিনি (শ্যামল দত্ত) ফিরে গেছেন। ডেল্টা টাইমস/সিআর/একে |
« পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |