সেনাপ্রধান বেলা ৩টায় জনগণের উদ্দেশ্যে বক্তব্য দেবেন
ডেল্টা টাইমস ডেস্ক:
|
দেশের চলমান পরিস্থিতি নিয়ে দুপুর ২টার পরিবর্তে বিকাল ৩টায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। সোমবার (৫ আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্য জানান আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)। আইএসপিআর জানায়, দেশের চলমান পরিস্থিতি নিয়ে দুপুর ৩টায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। সে পর্যন্ত সবাইকে ধৈর্য ধরার আহ্বান জানায় আইএসপিআর। এর আগে বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান আজ সোমবার বেলা ২টায় জনগণের উদ্দেশে বক্তব্য দেওয়ার কথা ছিলো। >> ব্রডব্যান্ড ইন্টারনেট চালু ব্রডব্যান্ড ইন্টারনেট চালু হয়েছে। সোমবার বেলা সোয়া একটার দিকে সরকারি একটি সংস্থা ব্রডব্যান্ড ইন্টারনেট চালুর মৌখিক নির্দেশ দেয় বলে জানিয়েছে একটি সূত্র। তবে মোবাইল ইন্টারনেট চালুর বিষয়ে এখনো কোনো নির্দেশ আসেনি। সূত্রটি বলছে, ফেসবুকসহ সামাজিক যোগাযোগমাধ্যম চালুর বিষয়েও কোনো নির্দেশনা পাওয়া যায়নি। ডেল্টা টাইমস/সিআর/এমই |
« পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |