বুধবার ১৮ সেপ্টেম্বর ২০২৪ ২ আশ্বিন ১৪৩১

ঢাকা ও মুন্সিগঞ্জে সংঘর্ষে আহত ১২ জন ঢামেকে
নিজস্ব প্রতিবেদক:
প্রকাশ: রোববার, ৪ আগস্ট, ২০২৪, ১:০৪ পিএম | অনলাইন সংস্করণ

সংঘর্ষে আহতদের হাসপাতালে নেওয়া হচ্ছে।

সংঘর্ষে আহতদের হাসপাতালে নেওয়া হচ্ছে।

রাজধানী ঢাকাসহ বিভিন্ন স্থানে অসহযোগ আন্দোলনের সমর্থনে বিক্ষোভকারীদের সঙ্গে ছাত্রলীগের নেতা-কর্মীদের সংঘর্ষের ঘটনায় দুপুর পর্যন্ত ১২ জনকে আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়েছে। আহতদের মধ্যে গুলিবিদ্ধও রয়েছেন। 

রাজধানীর শাহবাগ, শনিরআখড়া, গুলিস্তান ও মুন্সিগঞ্জ এলাকা থেকে তাদেরকে নিয়ে আসা হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। 

এর আগে রোববার সকালে ঢামেক সূত্রে জানায়—শাহবাগে ছাত্রলীগ ও বিক্ষোভকারীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় পাঁচজন আহত হয়েছেন। আহতেরা হলেন-মাহিন (২৫), হাসিবুর রহমান (৩০), সুভাষ (২৪), তানভীর রহমান (২০) ও সেলিম (৪০)। 

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, শাহবাগে আহত অবস্থায় পাঁচজনকে ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়েছে। বেলা ১১টা থেকে পৌনে ১২টা নাগাদ তাদের হাসপাতালে নেওয়া হয়। 

এর আগে সকাল সাড়ে ১০টায় বিভিন্ন এলাকা থেকে শাহবাগ মোড়ে জড়ো হন বিক্ষোভকারীরা। সেখানে কিছুক্ষণ অবস্থান নিয়ে ছাত্রলীগের একদল নেতা-কর্মীরা ইট-পাটকেল নিক্ষেপ করেন। পরে বিক্ষোভকারীরা তাঁদের ধাওয়া করলে তাঁরা হাসপাতাল চত্বরে ঢুকে পড়েন এবং সেখান থেকে ইট-পাটকেল ছুড়তে থাকেন। সড়ক থেকে বিক্ষোভকারীরাও তাঁদের লক্ষ্য করে ইট-পাটকেল ছুড়ছেন। 

একপর্যায়ে একদল বিক্ষোভকারী হাসপাতালের ফটকে উঠে এবং ধাক্কা দিয়ে ভেঙে ভেতরে প্রবেশ করেন। সেখান থেকে ইট-পাটকেল নিক্ষেপ করতে দেখা যায় তাঁদের।



ডেল্টা টাইমস/সিআর/এমই

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
  এই ক্যাটেগরির আরো সংবাদ  
সম্পাদক ও প্রকাশক: মো. জাহাঙ্গীর আলম, নির্বাহী সম্পাদক: মো. আমিনুর রহমান
প্রকাশক কর্তৃক ৩৭/২ জামান টাওয়ার (লেভেল ১৪), পুরানা পল্টন, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত
এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরাপুল, মতিঝিল থেকে মুদ্রিত।

ফোন: ০২-৪৭১২০৮৬১, ০২-৪৭১২০৮৬২, ই-মেইল : deltatimes24@gmail.com, deltatimes24@yahoo.com
সম্পাদক ও প্রকাশক: মো. জাহাঙ্গীর আলম, নির্বাহী সম্পাদক: মো. আমিনুর রহমান
প্রকাশক কর্তৃক ৩৭/২ জামান টাওয়ার (লেভেল ১৪), পুরানা পল্টন, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত
এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরাপুল, মতিঝিল থেকে মুদ্রিত।
ফোন: ০২-৪৭১২০৮৬১, ০২-৪৭১২০৮৬২, ই-মেইল : deltatimes24@gmail.com, deltatimes24@yahoo.com