মাঠে থাকবে আ. লীগও, দুদিনের কর্মসূচি ঘোষণা
ডেল্টা টাইমস ডেস্ক:
|
১৫ আগস্ট ও সাম্প্রতিক সহিংসতায় নিহতদের স্মরণে আওয়ামী লীগের স্থগিত হওয়া শোক মিছিলটি সোমবার হবে। শনিবার ধানমন্ডিতে শোক মিছিলসহ আরও কর্মসূচি ঘোষণা করেন সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। রোববার ঢাকা মহানগরের প্রতিটি ওয়ার্ডে জমায়েতের আয়োজন করবে আওয়ামী লীগ বলে জানান তিনি। কর্মসূচি প্রসঙ্গে তিনি বলেন, ‘পালটাপালটি কর্মসূচি দিলে সংঘাত হতে পারে। এ কারণে আমরা আমাদের শুক্র ও শনিবারের শোক মিছিল বাতিল করেছিলাম।’ ‘সহিংসতায় ৩২ শিশু নিহত হয়েছে’ ইউনিসেফের প্রতিবেদন নিয়ে কথা বলেছেন ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘অবুঝ শিশুকে মেরে ক্ষমতাসীন দলের লাভ নেই। লাভ আছে যারা একটি পরিস্থিতি সৃষ্টি করতে চায় তাদের। তারপরও আমরা ইউনিসেফের কাছে বলব— ৩২ শিশুর নাম প্রকাশ করেন। আমরা তাদের বিষয়ে ব্যবস্থা নেব।’ ডেল্টা টাইমস/সিআর |
« পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |