বুধবার ১৮ সেপ্টেম্বর ২০২৪ ২ আশ্বিন ১৪৩১

ছুটি শেষে ঢাকায় ফিরেছেন হাথুরুসিংহে
ডেল্টা টাইমস্ ডেস্ক:
প্রকাশ: শুক্রবার, ২ আগস্ট, ২০২৪, ৩:৪১ পিএম | অনলাইন সংস্করণ

ছুটি শেষে ঢাকায় ফিরেছেন হাথুরুসিংহে

ছুটি শেষে ঢাকায় ফিরেছেন হাথুরুসিংহে

টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষে লম্বা সময় ধরে ছুটিতে আছেন বাংলাদেশের কোচিং স্টাফরা। তবে সেই ছুটি আর দীর্ঘায়িত হচ্ছে না। পাকিস্তানের বিপক্ষে সিরিজ নিয়ে পরিকল্পনা শুরু করতে হচ্ছে টাইগারদের।

যার অংশ হিসেবে গতকাল রাতে ঢাকায় এসে পৌঁছেছেন প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে। বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবির লজিস্টিক বিভাগ। 

গেল মাসের ২৫ জুলাই ঢাকা ফেরার কথা থাকলেও ভিসা জটিলতার কারণে দেরিতে আসছেন হাথুরু। কাল থেকে শুরু করবেন পাকিস্তান সিরিজ নিয়ে অনুশীলন ক্যাম্প। এদিকে চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে ইতোমধ্যে পরিকল্পনা দিয়েছেন প্রধান এই কোচ। গেল বুধবার বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান জালাল ইউনুস চৌধুরী এমন খবরই জানিয়েছিলেন।

হাথুরু বলেন, চ্যাম্পিয়ন্স ট্রফিতে কী করতে হবে না হবে, সেটা নিয়ে কোচ একটা দিক নির্দেশনা দিয়েছেন। সেই দিকনির্দেশনা মোতাবেক আমাদের নির্বাচক প্যানেল এবং টিম ম্যানেজমেন্টের সদস্যরা কাজ করছেন। যেহেতু ফেব্রুয়ারি মাসে টুর্নামেন্ট, এখনও সময় আছে। কতজনের স্কোয়াড হবে, কোন খেলোয়াড় থাকবে এটা কোচ পরিকল্পনা করবে।’

এদিকে হাথুরু কোচ থাকবেন কি না সে প্রসঙ্গে জানিয়েছিলেন, কোচ পরিবর্তন হওয়া না হওয়া এটা বোর্ড থেকে সিদ্ধান্ত হয়। এখন পর্যন্ত এ ধরনের কোনো সিদ্ধান্ত হয়নি। কোচ ও অধিনায়ক নির্বাচনের ব্যাপারটা বোর্ড থেকে আলোচনা করেই হয়।


ডেল্ট টাইমস্/ এমকে

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
  এই ক্যাটেগরির আরো সংবাদ  
সম্পাদক ও প্রকাশক: মো. জাহাঙ্গীর আলম, নির্বাহী সম্পাদক: মো. আমিনুর রহমান
প্রকাশক কর্তৃক ৩৭/২ জামান টাওয়ার (লেভেল ১৪), পুরানা পল্টন, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত
এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরাপুল, মতিঝিল থেকে মুদ্রিত।

ফোন: ০২-৪৭১২০৮৬১, ০২-৪৭১২০৮৬২, ই-মেইল : deltatimes24@gmail.com, deltatimes24@yahoo.com
সম্পাদক ও প্রকাশক: মো. জাহাঙ্গীর আলম, নির্বাহী সম্পাদক: মো. আমিনুর রহমান
প্রকাশক কর্তৃক ৩৭/২ জামান টাওয়ার (লেভেল ১৪), পুরানা পল্টন, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত
এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরাপুল, মতিঝিল থেকে মুদ্রিত।
ফোন: ০২-৪৭১২০৮৬১, ০২-৪৭১২০৮৬২, ই-মেইল : deltatimes24@gmail.com, deltatimes24@yahoo.com