সাংবাদিক সাঈদ খানকে গ্রেপ্তারে বিএফইউজে ও ডিইউজের নিন্দা
ডেল্টা টাইমস্ ডেস্ক:
|
ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক ও দ্য মিরর এশিয়ার ঢাকা প্রতিনিধি সাঈদ খানকে গ্রেপ্তারের প্রতিবাদ ও নিন্দা জানিয়েছে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন-বিএফইউজে ও ঢাকা সাংবাদিক ইউনিয়ন-ডিইউজে। বিএফইউজে সভাপতি রুহুল আমিন গাজী ও মহাসচিব কাদের গনি চৌধুরী এবং ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি মো. শহিদুল ইসলাম ও সাধারণ সম্পাদক খুরশীদ আলম শুক্রবার (২৬ জুলাই) এক যৌথ বিবৃতিতে এই প্রতিবাদ ও নিন্দা জানান। সাংবাদিক সাঈদ খানের মুক্তি দাবি করে নেতারা বলেন, এ গ্রেপ্তারের মধ্য দিয়ে মুক্ত সাংবাদিকতা ও মতপ্রকাশের স্বাধীনতাকে স্তব্ধ করার ঘৃণ্য দৃষ্টান্ত স্থাপন হলো। নেতারা বিবৃতিতে দাবি করেন, সাঈদ খান ট্রেড ইউনিয়ন নেতা হিসেবে সাংবাদিক হত্যা ও নির্যাতনের বিরুদ্ধে অত্যন্ত সোচ্চার ছিলেন। তিনি দ্য মিরর এশিয়ায় সরকারি চাকরিতে কোটাবিরোধী ছাত্র আন্দোলনে অংশগ্রহণকারীদের ওপর সরকারের বল প্রয়োগ ও নির্বিচারে গণহত্যার খবর অত্যন্ত দায়িত্বশীলতার সঙ্গে পরিবেশন করে আসছিলেন। সাংবাদিক সাঈদ খানের বিরুদ্ধে মামলা বানোয়াট বলে দাবি করেছেন সাংবাদিক নেতারা। তারা বলেন, তাকে গ্রেপ্তার ও রিমান্ডে নেওয়া একটি অশুভ বার্তা। ডেল্টা টাইমস/সিআর/এমই |
« পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |