বুধবার ১৮ সেপ্টেম্বর ২০২৪ ২ আশ্বিন ১৪৩১

সম্পাদক পরিষদ ও নোয়াবের বিবৃতি
সাংবাদিকরা পেশাগত দায়িত্ব পালনে নিরাপত্তাহীনতায় ভুগছেন
ডেল্টা টাইমস্ ডেস্ক:
প্রকাশ: বুধবার, ২৪ জুলাই, ২০২৪, ১১:১৭ এএম আপডেট: ২৪.০৭.২০২৪ ১১:২৩ এএম | অনলাইন সংস্করণ

সাংবাদিকরা পেশাগত দায়িত্ব পালনে নিরাপত্তাহীনতায় ভুগছেন

সাংবাদিকরা পেশাগত দায়িত্ব পালনে নিরাপত্তাহীনতায় ভুগছেন

দেশে চলমান সাংঘর্ষিক পরিস্থিতিতে হতাহতের ঘটনায় সম্পাদকদের সংগঠন সম্পাদক পরিষদ এবং সংবাদপত্রের মালিকদের সংগঠন নিউজ পেপার ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (নোয়াব) শোক প্রকাশ ও সমবেদনা জানিয়েছে। উদ্ভূত পরিস্থিতিতে গণমাধ্যমকর্মীদের নিরাপত্তা নিশ্চিতে সংশ্লিষ্ট সব পক্ষকে দায়িত্ব নিতে হবে বলে মনে করে সংগঠন দুটি। 

মঙ্গলবার (২৩ জুলাই) রাজধানীর তেজগাঁও শিল্প এলাকায় নোয়াব সভাপতির কার্যালয়ে সম্পাদক পরিষদ ও নোয়াবের যৌথসভায় এসব কথা বলা হয়।

সভায় আরও বলা হয়, সাংঘর্ষিক পরিস্থিতিতে বেশ কয়েকজন সাংবাদিকও প্রাণ হারিয়েছেন। আহত হয়েছেন শতাধিক সাংবাদিক ও ফটোসাংবাদিক। এখনো সাংবাদিকরা তাদের পেশাগত দায়িত্ব পালনে ব্যাপক নিরাপত্তাহীনতায় ভুগছেন। প্রাণহানি, ভাঙচুর, অগ্নিসংযোগ ও ধ্বংসাত্মক যে ঘটনা ঘটেছে, তার নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্ত করে দায়ীদের শাস্তি দেওয়ার দাবি জানায় সম্পাদক পরিষদ ও নোয়াব। একই সঙ্গে এ ধরনের অনাকাক্সিক্ষত ঘটনা এড়ানোর জন্য রাষ্ট্রসহ সব পক্ষের দায়িত্বশীল ভূমিকা রয়েছে বলেও মনে করে সংগঠন দুটি।
এ ছাড়া গত বৃহস্পতিবার রাত থেকে সারা দেশে ইন্টারনেট পরিষেবা বন্ধ। এতে দ্রুত সংবাদ আদান-প্রদান ও তথ্য যাচাইয়ের কাজ ব্যাহত হচ্ছে। অর্থনীতিও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। সম্পাদক পরিষদ ও নোয়াব মনে করে, এভাবে ইন্টারনেট পরিষেবা বন্ধে তথ্যগত ব্ল্যাকআউটের আশঙ্কা তৈরি হয়। এর ফলে গত কয়েক দিনে গুজব এবং মিথ্যা ও ভিত্তিহীন তথ্য আরও দ্রুত ছড়িয়ে পড়ায় পরিস্থিতির আরও অবনতি ঘটেছে। এ অবস্থায় গতকাল রাত ১০টা থেকে ইন্টারনেট পরিষেবা পরীক্ষামূলকভাবে চালু করার সিদ্ধান্তকে সম্পাদক পরিষদ ও নোয়াব সাধুবাদ জানায়। শিগগিরই পূর্ণাঙ্গরূপে ইন্টারনেট সচল করার এবং ভবিষ্যতে এমন পরিস্থিতিতেও গণমাধ্যমগুলোয় যেন ইন্টারনেট পরিষেবা নিশ্চিত থাকে, সেই দাবি জানায় সম্পাদক পরিষদ ও নোয়াব।   

বৈঠকে উপস্থিত ছিলেন মাহ্ফুজ আনাম, এ কে আজাদ, মতিউর রহমান, এ এম এম বাহাউদ্দিন, নঈম নিজাম, আলমগীর হোসেন, জাফর সোবহান, মো. গোলাম রহমান, নুরুল কবীর, শাহরিয়ার করিম, শামসুল হক জাহিদ, মতিউর রহমান চৌধুরী, শহীদুল্লাহ খান, শ্যামল দত্ত, দেওয়ান হানিফ মাহমুদ, আলতামাস কবীর, সাইফুল আলম ও মোস্তফা মামুন।


ডেল্টা টাইমস/সিআর/এমই

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
  এই ক্যাটেগরির আরো সংবাদ  
সম্পাদক ও প্রকাশক: মো. জাহাঙ্গীর আলম, নির্বাহী সম্পাদক: মো. আমিনুর রহমান
প্রকাশক কর্তৃক ৩৭/২ জামান টাওয়ার (লেভেল ১৪), পুরানা পল্টন, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত
এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরাপুল, মতিঝিল থেকে মুদ্রিত।

ফোন: ০২-৪৭১২০৮৬১, ০২-৪৭১২০৮৬২, ই-মেইল : deltatimes24@gmail.com, deltatimes24@yahoo.com
সম্পাদক ও প্রকাশক: মো. জাহাঙ্গীর আলম, নির্বাহী সম্পাদক: মো. আমিনুর রহমান
প্রকাশক কর্তৃক ৩৭/২ জামান টাওয়ার (লেভেল ১৪), পুরানা পল্টন, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত
এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরাপুল, মতিঝিল থেকে মুদ্রিত।
ফোন: ০২-৪৭১২০৮৬১, ০২-৪৭১২০৮৬২, ই-মেইল : deltatimes24@gmail.com, deltatimes24@yahoo.com