সম্পাদক পরিষদ ও নোয়াবের বিবৃতি
সাংবাদিকরা পেশাগত দায়িত্ব পালনে নিরাপত্তাহীনতায় ভুগছেন
ডেল্টা টাইমস্ ডেস্ক:
|
দেশে চলমান সাংঘর্ষিক পরিস্থিতিতে হতাহতের ঘটনায় সম্পাদকদের সংগঠন সম্পাদক পরিষদ এবং সংবাদপত্রের মালিকদের সংগঠন নিউজ পেপার ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (নোয়াব) শোক প্রকাশ ও সমবেদনা জানিয়েছে। উদ্ভূত পরিস্থিতিতে গণমাধ্যমকর্মীদের নিরাপত্তা নিশ্চিতে সংশ্লিষ্ট সব পক্ষকে দায়িত্ব নিতে হবে বলে মনে করে সংগঠন দুটি। মঙ্গলবার (২৩ জুলাই) রাজধানীর তেজগাঁও শিল্প এলাকায় নোয়াব সভাপতির কার্যালয়ে সম্পাদক পরিষদ ও নোয়াবের যৌথসভায় এসব কথা বলা হয়। সভায় আরও বলা হয়, সাংঘর্ষিক পরিস্থিতিতে বেশ কয়েকজন সাংবাদিকও প্রাণ হারিয়েছেন। আহত হয়েছেন শতাধিক সাংবাদিক ও ফটোসাংবাদিক। এখনো সাংবাদিকরা তাদের পেশাগত দায়িত্ব পালনে ব্যাপক নিরাপত্তাহীনতায় ভুগছেন। প্রাণহানি, ভাঙচুর, অগ্নিসংযোগ ও ধ্বংসাত্মক যে ঘটনা ঘটেছে, তার নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্ত করে দায়ীদের শাস্তি দেওয়ার দাবি জানায় সম্পাদক পরিষদ ও নোয়াব। একই সঙ্গে এ ধরনের অনাকাক্সিক্ষত ঘটনা এড়ানোর জন্য রাষ্ট্রসহ সব পক্ষের দায়িত্বশীল ভূমিকা রয়েছে বলেও মনে করে সংগঠন দুটি। এ ছাড়া গত বৃহস্পতিবার রাত থেকে সারা দেশে ইন্টারনেট পরিষেবা বন্ধ। এতে দ্রুত সংবাদ আদান-প্রদান ও তথ্য যাচাইয়ের কাজ ব্যাহত হচ্ছে। অর্থনীতিও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। সম্পাদক পরিষদ ও নোয়াব মনে করে, এভাবে ইন্টারনেট পরিষেবা বন্ধে তথ্যগত ব্ল্যাকআউটের আশঙ্কা তৈরি হয়। এর ফলে গত কয়েক দিনে গুজব এবং মিথ্যা ও ভিত্তিহীন তথ্য আরও দ্রুত ছড়িয়ে পড়ায় পরিস্থিতির আরও অবনতি ঘটেছে। এ অবস্থায় গতকাল রাত ১০টা থেকে ইন্টারনেট পরিষেবা পরীক্ষামূলকভাবে চালু করার সিদ্ধান্তকে সম্পাদক পরিষদ ও নোয়াব সাধুবাদ জানায়। শিগগিরই পূর্ণাঙ্গরূপে ইন্টারনেট সচল করার এবং ভবিষ্যতে এমন পরিস্থিতিতেও গণমাধ্যমগুলোয় যেন ইন্টারনেট পরিষেবা নিশ্চিত থাকে, সেই দাবি জানায় সম্পাদক পরিষদ ও নোয়াব। বৈঠকে উপস্থিত ছিলেন মাহ্ফুজ আনাম, এ কে আজাদ, মতিউর রহমান, এ এম এম বাহাউদ্দিন, নঈম নিজাম, আলমগীর হোসেন, জাফর সোবহান, মো. গোলাম রহমান, নুরুল কবীর, শাহরিয়ার করিম, শামসুল হক জাহিদ, মতিউর রহমান চৌধুরী, শহীদুল্লাহ খান, শ্যামল দত্ত, দেওয়ান হানিফ মাহমুদ, আলতামাস কবীর, সাইফুল আলম ও মোস্তফা মামুন। ডেল্টা টাইমস/সিআর/এমই |
« পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |