আদালতে ধর্ষণের অভিযোগ অস্বীকার আলভেজের
ডেল্টা টাইমস ডেস্ক:
|
বার্সেলোনার পানশালায় এক তরুণীকে ধর্ষণের অভিযোগে আটক ব্রাজিলের সাবেক ফুটবলার দানি আলভেজের বিচারের শেষ দিন ছিল বুধবার। আদালতে আলভেজ তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেছেন। ৪০ বছর বয়সী আলভেজ অভিযোগ করা তরুণী সম্পর্কে বার্সেলোনার আদালতে বলেছেন, ‘যদি সে চলে যেতে চাইত, তাহলে যেতেই পারত। কারণ, সে সেখানে থাকতে বাধ্য নয়।’ আলভেজের বিরুদ্ধে ওই তরুণীকে আঘাত করা এবং চুল টেনে ধরার মতো শারীরিক নির্যাতন করেছিলেন বলেও অভিযোগ উঠেছে। এসব অভিযোগও অস্বীকার করেছেন বার্সেলোনার সাবেক ডিফেন্ডার। এ নিয়ে আলভেজ বলেছেন, ‘আমি কোনো হিংস্র প্রকৃতির মানুষ নই।’ অভিযোগ করা ভুক্তভোগী তরুণী তাঁর পরিচয় গোপন রাখতে পর্দার আড়ালে থেকে এক ঘণ্টারও বেশি সময় ধরে সাক্ষ্য দেন। কয়েক সপ্তাহের মধ্যে আদালত চূড়ান্ত রায় দিতে পারেন। এর আগে এক টিভি সাক্ষাৎকারে আলভেজ বলেছিলেন, তিনি এই তরুণীকে চেনেন না। তবে পরবর্তী সময়ে সম্পর্কের কথা স্বীকার করে বলেন, সবকিছু দুজনের ইচ্ছাতেই হয়েছে। ২০২২ সালের ৩০ ডিসেম্বর বার্সেলোনার সাটন নামে একটি পানশালার ভিআইপি সেকশনের বাথরুমে আলভেজ ধর্ষণ করেন বলে অভিযোগ করেন সেই তরুণী। গ্রেপ্তারের পর থেকে স্পেনে কারাবন্দী জীবন কাটছে আলভেজের। ডেল্টা টাইমস/সিআর
|
« পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |