জনপ্রিয় কমেডিয়ান পেট কুপার আর নেই
ডেল্টা টাইমস্ ডেস্ক:
|
মারা গেছেন হলিউডের জনপ্রিয় অভিনেতা পেট কুপার। গত ৬ জুন ৯৩ বছর বয়সে শেষ নিশ্বাস ত্যাগ করলেন তিনি। প্রযোজক স্টিভ গ্যারিন যুক্তরাষ্ট্রের ফক্স নিউজকে তথ্যটি নিশ্চিত করেছেন। স্টিভ গ্যারিন বলেছেন, লাস ভেগাসে নিজ বাড়িতে মারা গেছেন পেট কুপার। তার মতো কেউ ছিল না। তিনি একজন সৎ ছিলেন। তার মৃত্যুতে দারুণ একজন অভিনেতাকে হারালাম আমরা।’ ঠিক কী কারণে মৃত্যু হয় তার—তা জানা যায়নি। তবে ধারণা করা হচ্ছে, বার্ধক্যজনিত নানা সমস্যায় ভুগছিলেন তিনি। স্ত্রী এমিলি কোনার, দুই মেয়ে ও এক ছেলে রেখে গেছেন এই অভিনেতা। পর্দায় পেট হাস্যরসাত্মক চরিত্রে অভিনয় করতেন। ব্রুকলিনে জন্ম নেওয়া এ স্ট্যান্ডআপ কমেডিয়ান লাস ভেগাসের স্যান্ডসে ফ্রাঙ্ক সিনাত্রায় প্রথম সাফল্য পায়। এ অভিনেতা ‘ফ্রিয়ার্স ক্লাব’ সিরিজের রোস্ট মাস্টারের জন্যও পরিচিত ছিলেন। ডেল্টা টাইমস্/সিআর/এমই
|
« পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |