জয়পুরহাটে বিএনপির অবস্থান কর্মসূচি
জয়পুরহাট প্রতিনিধি:
|
দেশে অসহনীয় লোডশেডিং ও বিদ্যুৎ খাতে ব্যাপক দুর্নীতির প্রতিবাদে জয়পুরহাটে অবস্থান কর্মসূচি ও স্মারকলিপি প্রদান করেছে জেলা বিএনপি।
বৃহস্পতিবার (৮ জুন) বেলা সাড়ে ১১টায় জয়পুরহাট জেলা বিএনপির আয়োজনে জয়পুরহাটে নেসকো বিদ্যুৎ অফিসের সামনে এ অবস্থান কর্মসূচি পালন করেন তারা। অবস্থান কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহবায়ক গোলজার হোসেন,সিনিয়র যুগ্ম আহবায়ক মাসুদ রানা প্রধান,জেলা বিএনপির সদসয় অধ্যাপক আমিনুর রহমান বকুল, জেলা কৃষক দলের আহবায়ক সেলিম রেজা ডিউক,সদস্য সচিব কাজী মনজুরে মওলা পলাশ, মোহাম্মদাবাদ ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল আলীম, জেলা যুবদলের আহবায়ক এ টি এম শাহনেওয়াজ কবির শুভ্র, সদস্য সচিব মোক্তাদুল হক আদনান, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শামস মতিন,জেলা কৃষক দলের সদস্য কাজী আনিছুর রহমান সহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। জেলা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা শান্তিপূর্ণভাবে এক ঘণ্টা অবস্থান কর্মসূচি পালন করে। পরে নেসকোর সহকারী প্রকৌশলী আদনান সাকিবের কাছে স্মারকলিপি প্রদান করেন বিএনপির নেতারা। ডেল্টা টাইমস্/রাশেদুজ্জামান আল হাসান/সিআর/এমই |
« পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |