আবারও কলকাতার সিনেমায় ফারিয়া
ডেল্টা টাইমস্ ডেস্ক:
|
![]() আবারও কলকাতার সিনেমায় ফারিয়া যদিও সিনেমাটির নাম এখনও ঠিক হয়নি। তবে বুধবার (২৪ মে) মহরত অনুষ্ঠিত হয়েছে। এতে নায়ক হিসেবে থাকছেন সোমরাজ মাইতি। চলচ্চিত্রে পরিচিত মুখ না হলেও ছোটপর্দায় জনপ্রিয় তিনি। সিনেমাটি পরিচালনা করবেন বাবা যাদব। ![]() আবারও কলকাতার সিনেমায় ফারিয়া সিনেমা প্রসঙ্গে নুসরাত ফারিয়া গণমাধ্যমকে বলেন, বাবা যাদবের সাথে আগেও কাজ করেছি। তার সাথে আমার বোঝাপড়াটা ভালো। আশা করি এই কাজটি বরাবরের মতো সাকসেস হবে। আগস্ট মাসে সিনেমাটির শুটিং শুরু হবে। এদিকে, বৃহস্পতিবার (২৫ মে) জামাইষষ্ঠীতে মুক্তি পেয়েছে নুসরাত ফারিয়া অভিনীত ‘আবার বিবাহ অভিযান’ সিনেমাটি। অঙ্কুশের বিপরীতে দেখা যাবে তাকে। এছাড়া অভিনয় করেছেন রুদ্রনীল, সৌহিনী সরকার, অনির্বাণ ও প্রিয়াংকা সরকার। ডেল্টা টাইমস্/সিআর/এমই |
« পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |