সোমবার ২৯ মে ২০২৩ ১৫ জ্যৈষ্ঠ ১৪৩০

পুলিশের গাড়িতে লাথি, অভিনেত্রীর নামে মামলা
ডেল্টা টাইমস্ ডেস্ক:
প্রকাশ: বৃহস্পতিবার, ২৫ মে, ২০২৩, ৪:৪১ পিএম | অনলাইন সংস্করণ

পুলিশের গাড়িতে লাথি, অভিনেত্রীর নামে মামলা

পুলিশের গাড়িতে লাথি, অভিনেত্রীর নামে মামলা

তারকা হলেই যে সাত খুন মাফ নয়, তা ভালোই টের পেয়েছেন ভারতের তেলেগু সিনেমার অভিনেত্রী ডিম্পল হায়তি। এক ইন্ডিয়ান পুলিশ সার্ভিস (আইপিএস) অফিসারের সঙ্গে দুর্ব্যবহার করায় অভিনেত্রীর নামে দায়ের হয়েছে মামলা।

তবে শুধু অভিনেত্রী নয়, অভিযোগ দায়ের হয়েছে তার প্রেমিকের নামেও।

অভিনেত্রী ডিম্পল এবং ওই পুলিশ কর্মকর্তা রাহুল হেগড়ে দু’জনেই ভারতের হায়দরাবাদের অভিজাত এলাকা জুবিলি হিলসের বাসিন্দা। সেখানেই গাড়ি পার্কিং করতে গিয়ে পুলিশ কর্মকর্তা ও তার চালকের সঙ্গে বিপাদে জড়ান ডিম্পল তার প্রেমিক।  

সূত্রের বরাদে ভারতীয় সংবাদমাধ্যমের খবর, গাড়ি পার্কিং করতে গিয়ে পুলিশ অফিসারের গাড়িতে ধাক্কা মারেন অভিনেত্রীর প্রেমিক। এই ঘটনার প্রতিবাদ করতে গেলে, ওই অফিসারের গাড়ির চালকের ওপর চড়াও হন ডিম্পল।

শুধু তাই নয়, অফিসারের গাড়িতে লাথিও মারেন অভিনেত্রী। পার্কিংয়ে থাকা সিসিটিভির সূত্র ধরেই অভিনেত্রীর নামে মামলা করা হয়েছে।  

জানা গেছে, অভিনেত্রীর নামে ভারতীয় দণ্ডবিধির ৩৫৩ ধারা, ৩৪১ ধারা ও ২৭৯ ধারায় মামলা রুজু করা হয়। এই ঘটনায় সোমবার ডিম্পল হায়াতিকে থানায় ডাকা হয় এবং তদন্তের পর উভয়ের বিরুদ্ধে সিআরপিসির ৪১ ধারায় নোটিশ প্রদান করা হয়।

ডিম্পল হায়াতি তেলেগু সিনেমার জনপ্রিয় অভিনেত্রী। তাঁকে সর্বশেষ ‘রামা বানম’ সিনেমায় দেখা গেছে।



ডেল্টা টাইমস্/সিআর/এমই

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
  এই ক্যাটেগরির আরো সংবাদ  
সম্পাদক ও প্রকাশক: মো. জাহাঙ্গীর আলম, নির্বাহী সম্পাদক: মো. আমিনুর রহমান
প্রকাশক কর্তৃক ৩৭/২ জামান টাওয়ার (লেভেল ১৪), পুরানা পল্টন, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত
এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরাপুল, মতিঝিল থেকে মুদ্রিত।

ফোন: ০২-৪৭১২০৮৬১, ০২-৪৭১২০৮৬২, ই-মেইল : deltatimes24@gmail.com, deltatimes24@yahoo.com
সম্পাদক ও প্রকাশক: মো. জাহাঙ্গীর আলম, নির্বাহী সম্পাদক: মো. আমিনুর রহমান
প্রকাশক কর্তৃক ৩৭/২ জামান টাওয়ার (লেভেল ১৪), পুরানা পল্টন, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত
এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরাপুল, মতিঝিল থেকে মুদ্রিত।
ফোন: ০২-৪৭১২০৮৬১, ০২-৪৭১২০৮৬২, ই-মেইল : deltatimes24@gmail.com, deltatimes24@yahoo.com