আবারও হারলো চ্যাম্পিয়ন বার্সেলোনা
ডেল্টা টাইমস্ ডেস্ক:
|
![]() আবারও হারলো চ্যাম্পিয়ন বার্সেলোনা শিরোপা নিশ্চিত হওয়ার পর এটা বার্সেলোনার টানা দ্বিতীয় হার। এর আগে শিরোপা হাতে পাওয়ার ম্যাচের দিন রিয়াল সোসিয়েদাদের কাছে ২-১ ব্যবধানে হেরেছিল তারা। এদিন ম্যাচের দ্বিতীয় মিনিটেই বার্সার আন্দ্রেস ক্রিস্টেনসেন আত্মঘাতী গোল করে এগিয়ে দেন ভায়াদোলিদকে। ২২ মিনিটের মাথায় পেনাল্টি পায় ভায়াদোলিদ। পেনাল্টি থেকে কাইলি লারিন গোল করে ব্যবধান দ্বিগুণ করেন। তাতে ২-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় স্বাগতিকরা। বিরতির পর ৭৩ মিনিটে ভালাদোলিদের গঞ্জালো প্লাটা গোল পেলে চ্যাম্পিয়ন বার্সেলোনা পিছিয়ে পড়ে ৩-০ ব্যবধানে। অবশ্য ৮৪ মিনিটে রবার্ত লেভানডোফস্কি একটি গোল করেন। সেটা কেবল ম্যাচের ব্যবধান কমায়, হার এড়ানোর জন্য যথেষ্ট ছিল না। লিগে এটা ছিল পোলিস স্ট্রাইকারের ২৩তম গোল। ৩২ ম্যাচে মাঠে নেমে এই গোলগুলো করেন তিনি। এই মৌসুমে লা লিগার সর্বোচ্চ গোলদাতাদের তালিকায় শীর্ষেও আছেন তিনি। ডেল্টা টাইমস্/সিআর/এমই |
« পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |