আলুর বরফি তৈরির রেসিপি
ডেল্টা টাইমস্ ডেস্ক:
|
![]() আলুর বরফি তৈরির রেসিপি চলুন তবে জেনে নেওয়া যাক রেসিপি- তৈরি করতে যা লাগবে : সেদ্ধ আলু- ৩টি, কোড়ানো নারিকেল- ১ কাপ, চিনি- ১ কাপ, ঘি- ২ টেবিল চামচ, এলাচ গুঁড়া- ১ চা চামচ, কাজু, পেস্তা এবং বাদাম কাটা- ১/৩ কাপ, ঘি- ২ চা চামচ। যেভাবে তৈরি করবেন : আলু কুচি করে একটি পাত্রে রাখুন। এরপর একটি প্যানে ঘি গরম করে তাতে আলু দিয়ে কিছুক্ষণ ভাজুন। এবার চিনি দিয়ে ভালো করে মিশিয়ে ৪-৫ মিনিট রান্না করুন। এবার তাতে নারিকেল ও এলাচ গুঁড়া দিয়ে মিশিয়ে নিন। কিছুক্ষণ পর একটি ট্রেতে তুলে চ্যাপ্টা করে নিন। এবার উপরে কাজু, পেস্তা ও বাদাম ছিটিয়ে দিন। সেট হওয়ার জন্য প্রায় ঘণ্টাখানেক রেখে দিতে হবে। এবার পছন্দমতো আকৃতিতে কেটে পরিবেশন করুন। ডেল্টা টাইমস্/সিআর/এমই |
« পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |