সৌদিতে দুর্ঘটনায় নিহত রনির বাড়িতে শোকের মাতম
টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি:
|
সৌদিআরবে সড়ক দুর্ঘটনায় নিহত বাংলাদেশিদের একজন হলেন গাজীপুরের টঙ্গীর ইমাম হোসাইন রনি (৪০)। রনির মৃত্যুর খবরে তার পরিবারে চলছে শোকের মাতম। টঙ্গী পশ্চিম থানার বড় দেওড়া ফকির মার্কেট এলাকায় জমি কিনে বাড়ি করেছেন রনির বাবা আব্দুল লতিফ। তাদের গ্রামের বাড়ি চাঁদপুর সদরে। তিন ভাই ও এক বোনের মধ্যে ইমাম হোসাইন রনি দ্বিতীয়। রনির বোন সীমা আক্তার জানান, ৫ বছর হল রনি সৌদি আরবে থাকে। দুই মাসের ছুটিতে গত ৫ ফেব্রুয়ারি বাসায় আসে এবং ৭ ফেব্রুয়ারি শিমু আক্তার (২৫) নামে একজনকে বিয়ে করে। এর আগে রনির প্রথম স্ত্রী মলি আক্তার এক সন্তান রেখে তাকে তালাক দিয়ে চলে যায়। রনির প্রথম পক্ষের একমাত্র ছেলে ইসমাইল হোসেন (১১) স্থানীয় নামা এরাবিক ইনস্টিটিউট মাদ্রাসায় তৃতীয় শ্রেণিতে পড়ে। ইসমাইল দাদা দাদির সঙ্গে থাকে। রনির ভাই হোসেন আলী জসিম জানান, ২৫ মার্চ উমরাহ পালনের জন্য ভাইকে বিমান বন্দর দিয়ে আসি। ঠিকঠাক মতো রনি গন্তব্যে পৌঁছে যায়। ওমরাহ পালন শেষে ১ এপ্রিল কাজে যোগদানের কথা ছিল তার। কিন্তু ২৭ মার্চ সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় সে মারা যায়। রনির ভাই আলী হোসেন বাবলুর স্ত্রী হাজেরা আক্তার জানান, রনি বিদেশে থাকা অবস্থায় তার প্রথম স্ত্রী তালাক দিয়ে চলে যায়। দ্বিতীয় বিয়ে করার জন্য এবার ছুটিতে এসেছিল সে। রনির বাবা আব্দুল লতিফ বলেন, ছেলের মরদেহ যেন দ্রুত তাদের কাছে পাঠানো হয় এজন্য তিনি সরকারের কাছে আবেদন জানান। ডেল্টা টাইমস্/জাহাঙ্গীর আকন্দ /সিআর/এমই
|
« পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |