মুরাদনগরের অদম্য নুসরাত এমবিবিএস ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ
মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি:
|
যদি লক্ষ্য থাকে অটুট এবং আত্মবিশ্বাস থাকে তীব্র তবে পাথর গুড়িয়ে পথ তৈরী করা সম্ভব। অনেকের মনেই প্রচলিত ধারণা গ্রামের কলেজে পড়লে পাবলিক বিশ্ববিদ্যালয় অথবা, মেডিকেলে ভর্তি অসম্ভব। দেশ হয়েছে প্রযুক্তি নির্ভর, গ্রাম কিংবা শহরের মাঝে ফারাক নেই বললেই চলে। ২০২২ সালে অনুষ্ঠিত মেডিকেল ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হতে না পেরে মনের মাঝে তীব্র আক্ষেপের শোককে শক্তিতে পরিণত করে প্রচেষ্টা চালিয়ে গেছে অবিরাম। পুনরায় ২০২৩ সালে অনুষ্ঠিত মেডিকেল ভর্তি পরীক্ষায় ৫নম্বর কাঁটা যাওয়ার চাপের মাঝেও গৌরবের সাথে ২৬৯ নম্বর অর্জন করে। জাতীয় মেধায় ২৬৮৪তম হিসেবে শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ, বগুড়াতে নির্বাচিত হয়েছে। বলছিলাম কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলার কাজী নোমান আহমেদ ডিগ্রি কলেজের অদম্য মেধাবী শিক্ষার্থী উম্মে নুসরাত জাহানের কথা। কামারচর মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক নুসরাতের পিতা নোমান আহমেদ ডেল্টা টাইমসকে বলেন, অনেকেই ছেলে মেয়েদের ঢাকায় পাঠায়। মেয়েকে নিজের কাছে রেখেছি, সবসময় ভালোমন্দ খোঁজ রাখতে পারবো। ছোটবেলা থেকে স্বপ্ন ছিলো মেডিকেলে পড়বে। ডাক্তার হয়ে মানুষের পাশে দাঁড়াবে। প্রথমবার চান্স না পাওয়ায় হতাস হয়ে পড়েছিলো। সকলের সহমর্মিতায় পুনরায় মনোবল ফিরে পায়। কষ্টের ফলস্বরূপ এবছর মেডিকেলে চান্স পেয়েছে। আমার মেয়ের এই প্রচেষ্টা সর্বদা অটুট থাকুক দোয়া করি। উম্মে নুসরাত জাহান ডেল্টা টাইমসকে বলেন, নিজের পড়াগুলোকে নিজেরই শেষ করতে হবে। অন্যের আশায় বসে থাকলে হবেনা। কলেজের শিক্ষকরা আমাকে অনেক সাহায্য সহযোগিতা করেছেন। কখনো মনে হয়নি আমি গ্রামের কলেজে পড়ছি। প্রথমবার চান্স না পাওয়ায় পরিবার ও শিক্ষকরা আমাকে হতাশ হতে দেয়নি। শিখিয়েছেন ঘুরে দাঁড়াতে। নতুনদের বলবো মনযোগী হলে সব কিছুই করা সম্ভব। ভবিষ্যতে ডাক্তার হয়ে দেশ ও মানুষের সেবা করাই আমার প্রত্যয়। ডেল্টা টাইমস্/প্রিয়ন্ত মজুমদার/সিআর/এমই
|
« পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |