বৃহস্পতিবার ৮ জুন ২০২৩ ২৫ জ্যৈষ্ঠ ১৪৩০

চ্যাটজিটিপির জনপ্রিয়তা পুঁজি করে ভাইরাস ছড়াচ্ছে অপরাধীরা
ডেল্টা টাইমস্ ডেস্ক:
প্রকাশ: মঙ্গলবার, ২৮ মার্চ, ২০২৩, ১২:৫৯ পিএম | অনলাইন সংস্করণ

ফাইল ছবি

ফাইল ছবি

সাইবার অপরাধীরা চ্যাটজিপিটির জনপ্রিয়তা ব্যবহার করে ফেসবুক অ্যাকাউন্টের মাধ্যমে ম্যালওয়্যার ভাইরাস ছড়াচ্ছে বলে সম্প্রতি মন্তব্য করেছে সাইবার ইন্টেলিজেন্স ফার্ম ক্লাউডএসইকে।

সোমবার প্রতিষ্ঠানটি এক বিবৃতিতে জানায়, সাইবার অপরাধীরা ফেসবুক অ্যাকাউন্ট হাইজ্যাক করে ম্যালওয়্যার ছড়িয়ে দিচ্ছে।

প্রতিষ্ঠানটি জানায়, সম্প্রতি এক তদন্তে তারা এমন ১৩টি ফেসবুক অ্যাকাউন্ট পেয়েছে। সেসব অ্যাকাউন্ট ভারত থেকে পরিচালিত হয়। এই ১৩টি অ্যাকাউন্টে প্রায় ৫ লাখ ফলোয়ার করেছে। সব গুলো অ্যাকাউন্ট থেকেই ফেসবুক বিজ্ঞাপনের মাধ্যমে ম্যালওয়্যার ছড়ানোর হচ্ছে বলে অভিযোগ করে ক্লাউডএসইকে।

ক্লাউডএসইকে সাইবার ইন্টেলিজেন্সের অ্যানালিস্ট বাবু কুমার বলেন, আমরা তদন্ত করে হাইজ্যাক হওয়ার কমপক্ষে ১৩টি ফেসবুক অ্যাকাউন্ট খুঁজে পেয়েছি, যেগুলো গত ফেব্রুয়ারি মাসে মূল ব্যবহারকারীর থেকে বাগিয়ে নেয় হ্যাকাররা। এরপর এসব অ্যাকাউন্ট থেকে চ্যাটজিপিটি সংক্রান্ত নানা বিষয়ে বিজ্ঞাপন দিয়ে ম্যালওয়্যার ভাইরাস ছড়িয়ে দিচ্ছে।

প্রতিষ্ঠানটি জানায় এসব অ্যাকাউন্ট থেকে কমপক্ষে ২৫টি ভুয়া ওয়েব সাইটকে প্রমোট করা হচ্ছে। যেগুলো হুবহু চ্যাটজিপিটির নকল। এসব ওয়েব সাইটকে সফটওয়্যার ডাউনলোড করলে ডিভাইসে ম্যালওয়্যার ছড়িয়ে যাচ্ছে।

এসব ম্যালওয়্যার ভাইরাস নিজে নিজে ডিভাইসের তথ্য সংগ্রহ করতে পারায় ঝুঁকির পরিমাণ বেশি বলে জানিয়েছে ক্লাউডএসইকে।

ডেল্টা টাইমস্/সিআর/একে

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
  এই ক্যাটেগরির আরো সংবাদ  
সম্পাদক ও প্রকাশক: মো. জাহাঙ্গীর আলম, নির্বাহী সম্পাদক: মো. আমিনুর রহমান
প্রকাশক কর্তৃক ৩৭/২ জামান টাওয়ার (লেভেল ১৪), পুরানা পল্টন, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত
এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরাপুল, মতিঝিল থেকে মুদ্রিত।

ফোন: ০২-৪৭১২০৮৬১, ০২-৪৭১২০৮৬২, ই-মেইল : deltatimes24@gmail.com, deltatimes24@yahoo.com
সম্পাদক ও প্রকাশক: মো. জাহাঙ্গীর আলম, নির্বাহী সম্পাদক: মো. আমিনুর রহমান
প্রকাশক কর্তৃক ৩৭/২ জামান টাওয়ার (লেভেল ১৪), পুরানা পল্টন, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত
এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরাপুল, মতিঝিল থেকে মুদ্রিত।
ফোন: ০২-৪৭১২০৮৬১, ০২-৪৭১২০৮৬২, ই-মেইল : deltatimes24@gmail.com, deltatimes24@yahoo.com