সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে নতুন আইন
ডেল্টা টাইমস্ ডেস্ক:
|
![]() সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে নতুন আইন অভিভাবকদের সম্মতি ছাড়া যাতে অপ্রাপ্ত বয়স্করা অ্যাকাউন্ট খুলতে না পারে সেদিকে রাখা হবে বাড়তি নজর। তবে আইন পাস হলেও এখনই তা কার্যকর হচ্ছে না। আগামী ২০২৪ সালের মার্চ থেকে কার্যকর হবে নতুন এ আইন। এ আইন অনুযায়ী ১৮ বছরের কম বয়সীদের সামাজিক যোগাযোগ মাধ্যমে অ্যাকাউন্ট খুলতে গেলে লাগবে অভিভাবকদের সম্মতি। গেল কয়েক বছরে অভিভাবকদের অগোচরে অ্যাকাউন্ট খুলে নাবালক-নাবালিকাদের অবৈধ কাজকর্মে জড়িয়ে পড়ার অভিযোগ উঠে এসেছে। আর এ কারণেই অপ্রাপ্ত বয়স্কদেরসহ তাদের পরিবারকে সুরক্ষিত রাখতেই এ আইন নিয়ে এলো তারা। ডেল্টা টাইমস্/সিআর/এমই
|
« পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |