রোজাদারদের জন্য ৩ গুরুত্বপূর্ণ বিষয়
ডেল্টা টাইমস্ ডেস্ক:
|
![]() রোজাদারদের জন্য ৩ গুরুত্বপূর্ণ বিষয় ১। পর্যাপ্ত পানি পানের বিকল্প নেই : অনেকেরই প্রশ্ন থাকে সারাদিন তো রোজা রাখি, পানি কখন খাবো? উত্তর হচ্ছে ইফতারের পর থেকে সাহরি পর্যন্ত সময়ের মধ্যেই আপনাকে সারাদিনের চাহিদা অনুযায়ী পানি খেয়ে ফেলতে হবে। ৮ থেকে ১০ গ্লাস পানি খান এই সময়ে। সঙ্গে রাখবেন পানিজাতীয় খাবার ও ফল। ইফতারে বেশি করে খেতে পারেন শসা ও তরমুজ। এগুলোতে প্রচুর পরিমাণে পানি থাকে। সঙ্গে থাকতে পারে শরবত। তবে অনেকে সাহরি শেষ করে একবারে অনেক পানি খেয়ে ফেলেন। এটা করবেন না। বারবার পরিমিত পরিমাণে খাবেন পানি। ২। সাহরিতে খান পুষ্টিকর খাবার : সাহরির খাবার যেন পুষ্টিকর হয় সেদিকে লক্ষ রাখা জরুরি। কার্বোহাইড্রেটের পাশাপাশি ফল রাখতে পারেন খাদ্য তালিকায়। ডাল, ডিম ও দুগ্ধজাত খাবারও আপনাকে চাঙা রাখবে দিনভর। ৩। ইফতার হোক সহজপাচ্য : অনেকেই সারাদিন রোজা রেখে ইফতারে খান তেলে ভাজা খাবার। এতে গ্যাস্ট্রিকের মতো সমস্যা বাড়ে। খেজুর, সবজি, স্যুপ রাখতে পারেন ইফতারে। পাশাপাশি খান মাংস ও বিভিন্ন ফল। ডেল্টা টাইমস্/সিআর/এমই
|
« পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |