সোমবার ২৯ মে ২০২৩ ১৫ জ্যৈষ্ঠ ১৪৩০

নেইমারকে ছাড়াই মরক্কোর বিরুদ্ধে মাঠে নামছে ব্রাজিল
ডেল্টা টাইমস্ ডেস্ক:
প্রকাশ: বুধবার, ২২ মার্চ, ২০২৩, ১১:০৭ এএম | অনলাইন সংস্করণ

.

.

বিশ্বকাপ ব্যর্থতার পর অবশেষে মাঠে নামল ব্রাজিল। তবে সরাসরি কোনো ম্যাচ খেলতে নয়, আপাতত প্রীতি ম্যাচকে সামনে রেখে মরক্কোর তানজিয়ের শহরে অনুশীলন করল সেলেসাওরা। এ সময় প্রথমবারের মতো ব্রাজিল জাতীয় দলের সঙ্গে ছিলেন ভারপ্রাপ্ত কোচ র‌্যামন মেনেজেস।

আগামী ২৫ মার্চ রাত ৪টায় প্রীতি ম্যাচে মরক্কোর মুখোমুখি হবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। ম্যাচটিতে ইনজুরির কারণে থাকবেন না নেইমার জুনিয়র।

এদিকে মরক্কোর তানজিয়ের শহরে ৫ দিনের ক্যাম্পে যিনি নেতৃত্ব দিচ্ছেন হলুদ শিবিরকে, সেই র‌্যামন মেনেজেস একজন বিজয়ীর নাম। সদ্য সমাপ্ত অনূর্ধ্ব-২০ দক্ষিণ অ্যামেরিকান কাপের চ্যাম্পিয়ন ব্রাজিল দলের কোচ ছিলেন তিনি। এর পুরস্কার হিসেবে পেয়েছেন এখন মূল দলের অন্তর্বর্তীকালীন দায়িত্ব।

প্রথম অ্যাসাইনমেন্টের আগে মেনেজেসের দুশ্চিন্তা বলতে নেইমারের না থাকা। এছাড়া ইনজুরির কারণে নেই মার্কুইনহোস এবং রিচার্লিসনও। তবে সেসব নিয়ে ভাবছেন না র‌্যামন। বয়সভিত্তিক দল থেকে আসা তরুণদের ওপরেই ভরসা রাখছেন তিনি। আর তরুণ ফুটবলাররা জাতীয় দলে খেলতে পারবেন বলে আনন্দ প্রকাশ করেছেন।

ফরোয়ার্ড ভিটর রক বলেন, ‘এটি স্বপ্নের মতো। যাদের আমি টেলিভিশনে দেখেছি কিছুদিন আগেও, এখন তাদের সঙ্গে খেলব। ড্রেসিং রুমে যেতে প্রথমদিন ভয় পেয়েছিলাম। কিন্তু রদ্রিগো, ভিনি, মিলিতাও সবাই আমাকে আন্তরিকতার সঙ্গে গ্রহণ করেছেন। তাদের কাছ থেকে আমার অনেক কিছু শিখতে হবে।’

মিডফিল্ডার আন্দ্রে বলেন, ‘বিশ্বকাপ এখন অতীত। আমরা একটা পরিবর্তনের মধ্যদিয়ে যাচ্ছি। নতুন একটা মিশনের শুরু হয়েছে। কে কোন ক্লাবে খেলে, কে কত বড় ফুটবলার কিছুই এখানে মুখ্য নয়। আমরা সবাই ব্রাজিলের সম্মানের জন্য খেলব।’

অন্যদিকে গুঞ্জন রয়েছে, মরক্কোর বিপক্ষে ম্যাচ দেখতে যাবেন ব্রাজিল ফুটবল ফেডারেশনের বড় কর্তারা। পরে কার্লো আনচেলোত্তির সঙ্গে দেখা করতে যাবেন সিবিএফ বস রদ্রিগেজ। সেখানেই তাকে আনুষ্ঠানিক প্রস্তাব দেয়া হতে পারে ব্রাজিলের দায়িত্ব নিতে।

ডেল্টা টাইমস্/সিআর/একে

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
  এই ক্যাটেগরির আরো সংবাদ  
সম্পাদক ও প্রকাশক: মো. জাহাঙ্গীর আলম, নির্বাহী সম্পাদক: মো. আমিনুর রহমান
প্রকাশক কর্তৃক ৩৭/২ জামান টাওয়ার (লেভেল ১৪), পুরানা পল্টন, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত
এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরাপুল, মতিঝিল থেকে মুদ্রিত।

ফোন: ০২-৪৭১২০৮৬১, ০২-৪৭১২০৮৬২, ই-মেইল : deltatimes24@gmail.com, deltatimes24@yahoo.com
সম্পাদক ও প্রকাশক: মো. জাহাঙ্গীর আলম, নির্বাহী সম্পাদক: মো. আমিনুর রহমান
প্রকাশক কর্তৃক ৩৭/২ জামান টাওয়ার (লেভেল ১৪), পুরানা পল্টন, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত
এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরাপুল, মতিঝিল থেকে মুদ্রিত।
ফোন: ০২-৪৭১২০৮৬১, ০২-৪৭১২০৮৬২, ই-মেইল : deltatimes24@gmail.com, deltatimes24@yahoo.com