বীরের জন্মদিনে যা বললেন শাকিব-বুবলি
ডেল্টা টাইমস্ ডেস্ক:
|
![]() বীরের জন্মদিনে যা বললেন শাকিব-বুবলি বীরের জন্মদিনে যা বললেন শাকিব-বুবলি ছোট ছেলে শেহজাদ খান বীরের জন্মদিনে শুভেচ্ছা জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি ছবি শেয়ার করেছেন শাকিব। ছেলেকে কোলে বসানো ছবি পোস্ট করে শাকিব লিখেছেন, ‘শুভ জন্মদিন বাবা।’ এছাড়া বীরের জন্মের সময়ের একটি ছবি দিয়ে ছেলের জন্মদিনে মা চিত্রনায়িকা বুবলিও নিজের ফেসবুক ওয়ালে একটি পোস্ট শেয়ার করেছেন। বীরের জন্মদিনে যা বললেন শাকিব-বুবলি বুবলি লিখেছেন, ‘জীবনের সবচেয়ে সুন্দর অনুভূতি এনে দিয়ে আজকের এই দিনে তুমি পৃথিবীতে এসেছিলে বাবা, তোমার নিষ্পাপ মুখের দিকে তাকিয়ে মনে হচ্ছিলো আমি যেন স্বর্গে আছি! তোমাকে বুকে নেবার পর কি যে শান্তি লাগছিল! স্বর্গের সুখ বুঝি এমনি হয়। তখন অনেক কেঁদেছিলাম বাবা কিন্তু অবশ্যই তা অনেক শান্তি আর সুখের কান্না ছিল।’ নায়িকা লিখেছেন, ‘তুমি আমার অক্সিজেন লক্ষীমানিক, আমার পুরো পৃথিবী! অনেক অনেক দোআ আর ভালোবাসা তোমার জন্য। শুভ জন্মদিন আমার কলিজা বাবা।’ ডেল্টা টাইমস্/সিআর/এমই |
« পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |