বুধবার ২৯ মার্চ ২০২৩ ১৫ চৈত্র ১৪২৯

বড় হারে সিরিজ শুরু বাংলাদেশের যুবাদের
ডেল্টা টাইমস্ ডেস্ক:
প্রকাশ: শনিবার, ১৮ মার্চ, ২০২৩, ৭:০৯ পিএম | অনলাইন সংস্করণ

বড় হারে সিরিজ শুরু বাংলাদেশের যুবাদের

বড় হারে সিরিজ শুরু বাংলাদেশের যুবাদের

আফগান যুবাদের বিপক্ষে বড় হার দিয়ে ত্রিদেশীয় সিরিজ শুরু করল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। শনিবার (১৮ মার্চ) আবুধাবিতে আফগান যুবাদের বিপক্ষে ৭ উইকেটের বড় ব্যবধানে হেরে গেছে টাইগার যুবারা।  

ত্রিদেশীয় সিরিজ শুরুর আগে আফগানিস্তানের বিপক্ষে দুটি প্রস্তুতি ম্যাচ খেলেছিল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। যেখানে প্রথম ম্যাচে হারের পর দ্বিতীয় ও সর্বশেষ ম্যাচে ৬৩ রানের জয়ে ঘুরে দাঁড়ায় টাইগার যুবারা। তবে সিরিজ শুরুর ম্যাচেই আবারো বড় হার।

শনিবার আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। তবে ব্যাট করতে নেমে টাইগার যুবাদের ইনিংস টিকল মাত্র ২২.৫ ওভার। স্কোরবোর্ডে ৭৫ রান যোগ করতেই যেন ‘কেউ কোথাও নেই’ দশা। আফগান বোলারদের তোপে অলআউট বাংলাদেশ। সহজ টার্গেট তাড়া করতে নেমে ৯ দশমিক ৫ ওভারেই ম্যাচ জিতে যায় আফগান যুবারা। যদিও তারা উইকেট হারায় ৩টি।

এদিন ব্যাটিংয়ে নেমে শুরুটা খারাপ হয়নি বাংলাদেশের। ইনিংসের প্রথম পাঁচ ওভারে কোনো উইকেট না হারিয়ে ২২ রান সংগ্রহ করে তারা। তবে ষষ্ঠ ওভার থেকেই উইকেট হারানোর মিছিল শুরু হয়। এক ওভারেই তিন তিনটি উইকেট তুলে নেন বশির আফগান। শেষ পর্যন্ত সর্বোচ্চ চারটি উইকেট তুলে নিয়ে বাংলা শিবিরে মূল ধস নামান তিনিই।

বাংলাদেশের হয়ে এদিন ১৬ রানের ব্যক্তিগত সর্বোচ্চ রানের ইনিংস খেলেন ওপেনার আশিকুর রহমান শিবলী। এছাড়া বাকিদের সংগ্রহ এক করলে মোবাইল ডিজিট হিসেবেও চালিয়ে দেওয়া যাবে অনায়াসে।

হাতের নাগালে থাকা ৭৬ রানের টার্গেট তাড়া করতে নেমে প্রথম ওভারেই উইকেট হারায় আফগানরা। বর্ষণের বলে হেযবুল্লাহ দোরানি ‘গোল্ডেন ডাক’ হয়ে ফেরেন। তবে সোহাইল খান জুরমাতির অপরাজিত ৩৩ রানে ভর করে সহজ জয় তুলে নেয় তারা।


ডেল্টা টাইমস্/সিআর/এমই

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
  এই ক্যাটেগরির আরো সংবাদ  
সম্পাদক ও প্রকাশক: মো. জাহাঙ্গীর আলম, নির্বাহী সম্পাদক: মো. আমিনুর রহমান
প্রকাশক কর্তৃক ৩৭/২ জামান টাওয়ার (লেভেল ১৪), পুরানা পল্টন, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত
এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরাপুল, মতিঝিল থেকে মুদ্রিত।

ফোন: ০২-৪৭১২০৮৬১, ০২-৪৭১২০৮৬২, ই-মেইল : deltatimes24@gmail.com, deltatimes24@yahoo.com
সম্পাদক ও প্রকাশক: মো. জাহাঙ্গীর আলম, নির্বাহী সম্পাদক: মো. আমিনুর রহমান
প্রকাশক কর্তৃক ৩৭/২ জামান টাওয়ার (লেভেল ১৪), পুরানা পল্টন, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত
এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরাপুল, মতিঝিল থেকে মুদ্রিত।
ফোন: ০২-৪৭১২০৮৬১, ০২-৪৭১২০৮৬২, ই-মেইল : deltatimes24@gmail.com, deltatimes24@yahoo.com