৭ রানের আক্ষেপ নিয়ে ফিরলেন সাকিব
ডেল্টা টাইমস্ ডেস্ক:
|
![]() সাকিব আল হাসান : ছবি সংগৃহীত সমালোচকদের মুখ বন্ধ করতে অস্ত্র হিসেবে নিজের উইলোটাকেই ব্যবহার করলেন এই অভিজ্ঞ অলরাউন্ডার। প্রথম ম্যাচ খেলতে নেমেই ৮৯ বলে করেছেন ৯৩ রান। যদিও সাজঘরে দিরেছেন সেঞ্চুরি না পাওয়ার আক্ষেপ নিয়ে। মাঠের ক্রিকেটে সাকিব বরাবরই অনন্য সেটারই প্রমাণ আজ আবারো দিলেন তিনি। শনিবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে প্রথমে ব্যাট করতে নামে বাংলাদেশ দল। প্রথমে সাকিব তুলে নেন ক্যারিয়ারের ৫৩তম অর্ধ-শতক। তৌহিদ হ্রদয়কে নিয়ে দলকে এগিয়ে নিচ্ছিলেন সাকিব। তবে সেঞ্চুরির কাছে গিয়েও ৭ রানের আক্ষেপ নিয়ে ফিরলেন তিনি। ইতোমধ্যে ৩৮ ওভার শেষে ৪ উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ ২২৩ রান। ক্রিজে ৬২ রানে ব্যাট করছেন হৃদয় এবং ১ রানে ব্যাট করছেন মুশফিকুর রহিম। যদিও এদিন খেলতে নেমে আরও একটি রেকর্ড গড়েছেন সাকিব আল হাসান। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে এই ম্যাচে ২৪ রান করার মধ্যে দিয়ে সাকিব পৌঁছে গেছেন ওয়ানডেতে ৭ হাজার রানের মাইলফলকে। ডেল্টা টাইমস্/সিআর/এমই |
« পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |