ওয়ানডেতে সাকিবের ৭ হাজার রান
ডেল্টা টাইমস্ ডেস্ক:
|
![]() ওয়ানডেতে সাকিবের ৭ হাজার রান বিতর্ক পেছনে ঠেলে সাকিব ছুটে চলেছেন নিজস্ব গতিতে। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে এই ম্যাচে ২৪ রান করার মধ্যে দিয়ে সাকিব পৌঁছে গেছেন ওয়ানডেতে ৭ হাজার রানের মাইলফলকে। কার্টিস ক্যাম্পারের বলকে মিড অনে পাঠিয়ে দ্বিতীয় বাংলাদেশি ক্রিকেটার হিসেবে এই এলিট ক্লাবে নাম লেখালেন তিনি। এই ক্লাবে দ্বিতীয় বাংলাদেশী হিসেবে জায়গা করে নিয়েছেন সাকিব। তার আগে এই মাইলফলক স্পর্শ করে প্রথম বাংলাদেশী হিসেবে রেকর্ড গড়েছিলেন তামিম। ২৩৩ ওয়ানডে খেলে তামিম ১৪টি সেঞ্চুরি ও ৫৫টি ফিফটিতে করেছেন ৮১৪৬ রান। এদিকে মুশফিকুর রহিমের রান এখন ৬৯০১, ৭ হাজারের ক্লাবে ঢুকতে লাগবে আর মাত্র ৯৯ রান। সাকিব ৭ হাজার রান করেছেন ২২৮টি ওয়ানডে খেলে। যেখানে সেঞ্চুরি করেছেন ৯টি ও ফিফটি ৫২টি। আর মুশফিক ২৪২ ম্যাচ খেলে ৮ সেঞ্চুরি ও ৪৩টি ফিফটিতে করেছেন ৬৯০১ রান। ডেল্টা টাইমস্/সিআর/এমই |
« পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |